শনিবার ● ২৭ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার আর ক্রেডিট কার্ড নয়, পেমেন্ট হবে মুখ দেখে !
এবার আর ক্রেডিট কার্ড নয়, পেমেন্ট হবে মুখ দেখে !
ফিনিশ কোম্পানি Uniqul নতুন একটি পেমেন্ট সিস্টেম এর পেটেন্ট এবং এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে । এই সিস্টেম আপনার মুখ দেখে বিল দিতে হেল্প করবে অনলাইনে।
এখন গ্যাস বিল দেবার জন্য অথবা শপিংমলে কেনাকাটা করে বিল দেবার জন্য আপনাকে আপনার ক্রেডিট কার্ড দিতে হবে না, শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন যতক্ষণনা সে আপনাকে চিনতে পারে । এরপর সে আপনার তথ্য স্ক্রীন এ দেখাবে, আপনি নির্দিষ্ট বাটনে প্রেস করবেন এবং পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে ।
ক্যামেরা আপনাকে চিনতে না পারলে ভয় পাবেন না । সেখানে ফিঙ্গারপ্রিন্ট ও দেয়া যাবে ।
যদিও Uniqul আপনার ক্রেডিট কার্ডের ইনফর্মেশন তাঁদের ডাটাবেসে রাখবে । তাঁদের ভাষ্যমতে আপনার ইনফর্মেশন মিলিটারি গ্রেড সিকিউরিটি তে থাকবে ।
তাঁদের এই সমাধানে তারা গ্রাহকদের জন্য বিভিন্ন অপশন রেখেছে তাঁদের সুবিধা মত প্ল্যান পছন্দ করার জন্য। আপনি আপনার ক্রেডিট কার্ড অথবা পে-পাল অ্যাকাউন্ট ব্যাবহার করে তাঁদের বিল দিতে পারবেন। আপাতত তারা তাঁদের ২টা অপশন এর কথা বলেছে যার একটির মাসিক ফী $1 এবং অন্যটার ফী $9।