শনিবার ● ২৭ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশে চালু হলো ইসলামী ক্রেডিট কার্ড
দেশে চালু হলো ইসলামী ক্রেডিট কার্ড
প্রাইম ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো ইসলামী ক্রেডিট কার্ড চালু করেছে। গতকাল বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্ড চালুর ঘোষণা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু।
অনুষ্ঠানে জানানো হয়, ইসলামী ক্রেডিট কার্ডের গ্রাহকরা সমপূর্ণ সুদমুক্ত ও শরিয়াসম্মতভাবে ব্যাংকিং সেবা পাবেন।
এতে কোনো লুকায়িত মাশুলও (হিডেন চার্জ) নেই।এই কার্ড ব্যবহার করে দেশের ১০ হাজার বিপণিবিতান থেকে বিভিন্ন ধরনের পণ্য কেনা যাবে।আন্তর্জাতিকভাবেও এই কার্ড স্বীকৃত।আয়োজকরা জানান, এই কার্ড ব্যবহার করে বিশ্বের দুই কোটি বিপণিবিতান থেকে কেনাকাটা করার সুযোগ রয়েছে।তাছাড়া বিশ্বের ১০ লাখ এটিএম বুথেও এই কার্ড ব্যবহার করা যাবে।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. তাবারক হোসেন ভূঞা এক্স সিরামিকস লিমিটেডের এমডি মাহিন বিন মাজহারের হাতে একটি ইসলামিক ক্রেডিট কার্ডের রেপ্লিকা তুলে দেন।