বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » নিজ থেকে মোবাইল রিচার্জ সেবা চালু করল গ্রামীণফোন
নিজ থেকে মোবাইল রিচার্জ সেবা চালু করল গ্রামীণফোন
দেশের অন্যতম প্রধান মোবাইল সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন গ্রাহকদের জন্য নিজ উদ্যোগে মোবাইল রিচার্জ করার কিয়স্ক-ভিত্তিক সেবা বাণিজ্যিকভাবে চালু করেছে।
ইস্টকমপিস স্মার্ট কার্ড (বাংলাদেশ) গ্রামীণফোনের সাথে এ কিয়স্ক-ভিত্তিক রিচার্জ সেবার ক্ষেত্রে ডিভাইস এবং সল্যুশন পার্টনার হিসেবে কাজ করছে।
গ্রামীণফোন-এর চীফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে এবং ইস্টকমপিস স্মার্ট কার্ড-এর চেয়ারম্যান ড্যানিয়েল হু গুলশানের গ্রামীণফোন সেন্টারে কিয়স্ক-এর উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোন-এর হেড অব ডিস্ট্রিবিউশন আওলাদ হোসেন, হেড অব জিপি সেন্টারস ইফতেখার ইবনে জামান উপস্থিত ছিলেন।
এই কিয়স্ক-ভিত্তিক রিচার্জ সেবা গ্রামীণফোনকে ভবিষ্যতের ডিজিটাল সরবরাহ ব্যবস্থার দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে যা তাদের গ্রাহকদের দিবে আরো সহজ এবং সুবিধাজনক রিচার্জ সুবিধা।
এ সেবার মাধ্যমে গ্রাহকরা নিজেই নিজের ফোনে নিরবচ্ছিন্নভাবে রিচার্জ সুবিধা গ্রহণ করতে পারবে। ভবিষ্যতে এই সুবিধা ঢাকা এবং দেশের অন্যান্য গুরুত্বপুর্ণ শহরের প্রধান প্রধান স্থানগুলোতে স্থাপন করার পরিকল্পনা রয়েছে গ্রামীণফোন-এর, যা গ্রাহকদের জন্য যে কোন সময় নিজের মোবাইলে রিচার্জের সুযোগ উন্মুক্ত করবে।
গ্রামীণফোন-এর চীফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে বলেন, “এই নিজে নিজে রিচার্জ সুবিধা চালু করে গ্রামীণফোন গ্রাহকদের কাছে তার যে প্রতিশ্র”তিবদ্ধ সেটিরই প্রমাণ করলো। গ্রাহককেন্দ্রিক কোম্পানি হিসেবে গ্রামীণফোন গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে তার কাজ করে যাবে এবং আরো নতুন ও উদ্ভাবনী সেবার মাধ্যমে তাদের সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করবে।”