মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » বিনামূল্যে অনলাইন অ্যাপ্লিকেশন সুবিধা পাবে অ্যাপল গ্রাহকেরা
বিনামূল্যে অনলাইন অ্যাপ্লিকেশন সুবিধা পাবে অ্যাপল গ্রাহকেরা
আইফোন এবং আইপ্যাডের বহুল ব্যবহৃত অনলাইন অ্যাপ্লিকেশনগুলো এখন থেকে বিনামূল্যে পাওয়া যাবে অ্যাপলের স্টোরে।সম্প্রতি অ্যাপলের অনলাইন স্টোরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
আগে যেসব অনলাইন অ্যাপ্লিকেশন কিনতে ব্যবহারকারীদের ২০ ডলার ব্যয় করতে হতো, এখন থেকে তা বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন তারা। এ তালিকায় আছে জনপ্রিয় গেমসগুলোও।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, চলতি বছরের মে’তে এই স্টোর থেকে বিভিন্ন ধরনের প্রায় ৫ হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছে গ্রাহকরা। গুগল, মাইক্রোসফট এবং ব্ল্যাকবেরির মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
মোঃ হাসান