মঙ্গলবার ● ২৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » এমবিলিয়নথ অ্যাওয়ার্ড লাভ করল গ্রামীণফোনের সিএসআর প্রকল্প
এমবিলিয়নথ অ্যাওয়ার্ড লাভ করল গ্রামীণফোনের সিএসআর প্রকল্প
গ্রামীণফোন ও হাইসাওয়া (হাইজিন, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই) -এর যৌথ উদ্যোগে এসএমএস-এর মাধ্যমে নিরাপদ খাবার পানি সরবরাহের প্রকল্পটি এমবিলিয়নথ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
২১ শে জুলাই নয়া দিল্লীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘এম-ইনফ্রাস্ট্রাকচার’ শাখায় এমবিলিয়নথ অ্যাওয়ার্ড জিতে নেয় উদ্ভাবনীমূলক এই সেবাটি।
গ্রামীণফোন, হাইজিন স্যানিটেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই (হাইসাওয়া) -এর সাথে যুক্ত হয়ে একটি এসএমএস সুবিধা চালু করে, যা লবণাক্ত পানির অঞ্চলে নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য হাইসাওয়া প্রকল্পের অধীনে বিদ্যমান প্রায় ৩০ হাজার বিশেষ নলকূপ রক্ষণাবেক্ষণের বিশাল কাজটি অত্যন্ত সহজ করে দিয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে নষ্ট হয়ে যাওয়া নলকূপ দ্রুততম সময়ের মধ্যে মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। উপকূলীয় মানুষের জন্য এধরণের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা লবণাক্ত ও আর্সেনিকমুক্ত নিরাপদ খাবার পানির জন্য পুরোপুরি নলকূপের উপর নির্ভরশীল।
এমবিলিয়নথ অ্যাওয়ার্ড টেলিকম ও মোবাইল কনটেন্ট/ অ্যাপলিকেশনস/ মডেলস-এর উদ্ভাবনীমূলক কাজগুলোকে স্বীকৃতি দেবার এক বিশেষ প্লাটফর্ম। ২০১০ সালে ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন এটি চালু করে। মোবাইল ইনোভেশনস, অ্যাপলিকেশনস এবং কনটেন্ট সুবিধা প্রদানকারীদের স্বীকৃতি জানিয়ে এই প্রথম এপ্রদেশে এধরণের একটি উদ্যোগ নেওয়া হল।