মঙ্গলবার ● ২৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » বাজারে নতুন মেমোরি মেশিন এনেছে ওরাকল
বাজারে নতুন মেমোরি মেশিন এনেছে ওরাকল
বিশ্বের নেতৃস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল করপোরেশন এক্সালিটিক্স ইন মেমোরি মেশিনের নতুন সংস্করণ উন্মোচন করেছে। খুব শীঘ্রই এটি বাজারে আসবে বলে উন্মোজন অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে। ব্যবসা পর্যালোচনা করার ক্ষমতাকে আরো বাড়ানোর লক্ষ্যে এই মেশিনে সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার উভয়ের উন্নতি করা হয়েছে। এতে সংযুক্ত হয়েছে ২ টেরাবাইটের মূল মেমোরি, ২.৫ টেরাবাইটের ফ্ল্যাশ স্টোরেজ এবং ৫.৪ টেরাবাইটের হার্ডডিস্ক। বর্তমানে একই মেশিন ব্যবহারকারীরা খুব সহজে নতুন এই সং¯করণে আপগ্রেড করতে পারবেন।
এই মেশিন ব্যবহার করে যেকোন বড় অংকের ডাটা ম্যানেজমেন্ট, যে কোন প্রশ্নের রিয়েল টাইম উত্তর, অগ্রসর পরিকল্পনা, তথ্য উদ্ভাবন এবং পর্যবেক্ষণ সম্ভব।
নতুন এই মেশিন ব্যবহারকারী পাইনেলাস কাউন্টির চীফ টেকনোলজিস্ট গৌতম সামপাথ বলেন, “সকলের মতোই আমাদের সম্পদ ব্যবহারে সচেষ্ট এবং এর সর্বোপরি ব্যবহারের জন্য নির্দেশিত হই। ওরাকল এক্সালিটিক্স ব্যবহার করে আমরা এই কাজে সফলতা পেয়েছি এবং এতে আমাদের কার্যালয়ে হার্ডওয়্যারের উপস্থিতি কমেছে। পাশাপাশি বাজেটিং এবং রিপোর্টিং এ আমাদের গতি বেড়েছে।”
নতুন এই মেশিন সম্পর্কে ওরাকলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট পল রডউইক বলেন, “এই প্রোডাক্টটি সমজাতীয় অন্য সকল প্রোডাক্টের চেয়ে এগিয়ে থাকবে কারন এটি ব্যবহার করা অত্যন্ত সহজ, এর গতি দ্রুত এবং সর্বোপরি তথ্য উন্মোচনে এটি অদ্বিতীয়।”