সোমবার ● ২২ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে নারী দৃষ্টিভঙ্গিতে জলবায়ু পরিবর্তন ইস্যু মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা” শীর্ষক সেমিনার
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে নারী দৃষ্টিভঙ্গিতে জলবায়ু পরিবর্তন ইস্যু মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা” শীর্ষক সেমিনার
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকায় পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে এবং এর তীব্রতা প্রশমনে সর্বাগ্রে প্রস্তুতি নেয়া উচিত বলে সেমিনারে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন। সেন্টার ফর গ্লোবাল চেইঞ্জ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে গত জুলাই ২০, ২০১৩ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে “নারী দৃষ্টিভঙ্গিতে জলবায়ু পরিবর্তন ইস্যু মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা” শীর্ষক সেমিনার বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। এমেরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর গ্লোবাল চেইঞ্জ এর নির্বাহী পরিচালক ডঃ আহসান উদ্দিন আহমেদ এবং মিস শারমাইন্ড নিলোর্মি, পরিচালক, সেন্টার ফর গ্লোবাল চেইঞ্জ।
সেমিনারে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক উঞ্চতা বৃুদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতিকর প্রভাব সম্পর্কে শুধু সচেতন করলেই চলবে না তা মোকাবেলায় তাদেরকে একজন বিজ্ঞানীর ভূমিকায় অবতীর্ন হওয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিষয়গুলিকে উচ্চশিক্ষা স্তরের পাঠ্যক্রমে অর্ন্তভূক্ত করারও পরামর্শ দেন এবং এ বিষয়ে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে কাজ করার যথেষ্ঠ সুযোগ রয়েছে । সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান এবং ফ্যাকাল্টি মেম্বাররা উপস্থিত ছিলেন।