সোমবার ● ২২ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বেসিস-এর উদ্যোগে তিন দিনব্যাপি মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার প্রদর্শনী শুরু
বেসিস-এর উদ্যোগে তিন দিনব্যাপি মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার প্রদর্শনী শুরু
বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে বেসিস অডিটোরিয়ামে সোমবার, ২২ জুলাই ২০১৩ শুরু হলো ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ শীর্ষক তিন দিনব্যাপী মানবসম্পদ ব্যবস্থাপনা সফ্টওয়্যার প্রদর্শনী। বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসিস লোকাল মার্কেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শেখ কবির আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বেসিসের কোষাধ্যক্ষ এবং বেসিস লোকাল মার্কেট স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর-ইনচার্জ উত্তম কুমার পাল।
বেসিস সভাপতি তাঁর বক্তব্যে সকল বাণিজ্যিক এবং ছোট ও মাঝারী ব্যবসা প্রতিষ্ঠানে মানবসম্পদ ব্যবস্থাপনা সফ্টওয়্যার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং এধরনের প্রদর্শনী থেকে প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা উপযোগী সফটওয়্যার খুঁজে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বেসিস লোকাল মার্কেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তার বক্তব্যে বেসিস আয়োজিত নিয়মিত এই সফটওয়্যার প্রদর্শনীতে দর্শনার্থী, অংশগ্রহণকারী কোম্পানী এবং সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহায়তাদানের জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বিজনেস সফ্টওয়্যার শোকেসে ১৪টি বেসিস সদস্য কোম্পানী তাদের বিভিন্ন মানবসম্পদ ব্যবস্থাপনা সফ্টওয়্যার প্রদর্শন করছে। কোম্পানীগুলো হচ্ছে অ্যাডভান্সড ইআরপি (বিডি) লি:, বাংলাদেশ মাইক্রোটেকনোলজি লিঃ, বেস্ট বিজনেস বন্ড লি:, কম্পিউটার ইজ লিঃ, সি এস এল সফ্টওয়্যার রিসোর্সেস লি:, ড্যাফোডিল কম্পিউটারস লি:,এপসিলন কনসাল্টিং এন্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, এন্টার আইটি বিডি লিঃ, লেক্সিনিয়ার সলিউশনস লিঃ, মিডিয়া মিক্স এন্টারপ্রাইজ লিঃ, এরা ইনফোটেক লিঃ, এম এম সার্ভিসেস লিঃ, মির টেকনোলজিস লিঃ এবং টেকনোভিসতা লিঃ।
প্রদর্শনী ২৪ জুলাই ২০১৩ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬.৩০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং তাদের তৈরী সফ্টওয়্যার সম্পর্কে জানা যাবে বেসিস-এর ওয়েসাইট (www.basis.org.bd) থেকে।