শনিবার ● ২০ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মংলায় দ্বিতীয় সাব-মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপনের দাবী
মংলায় দ্বিতীয় সাব-মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপনের দাবী
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ প্রশংসিত হয়েছে। দেশে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ এই প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হয়েছে। ইন্টারনেটের ব্যবহারে ধীরগতি দূরীকরনে দ্বিতীয় সাব-মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন মংলা সমুদ্র বন্দরে স্থাপনের পরিকল্পনার কথা দীর্ঘদিন ধরে শোনা গেলেও বাস্তবে তার কোন প্রতিফলন দেখা যায় নি। এই অঞ্চলের কয়েক কোটি ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে সরকারের নীতি নির্ধারনী পর্যায়ে দাবী জানিয়ে আসছে।
সম্প্রতি সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে কুয়াকাটায় বাংলাদেশের দ্বিতীয় সাব-মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে জমি কেনা হয়ে গেছে বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে। খুলনা বিভাগের প্রতি বৈষ্যম্যের আর এক দৃষ্টান্ত স্থাপিত হবে যদি দ্বিতীয় সাব-মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন মংলা সমুদ্র বন্দরে স্থাপিত না হয়।
ডিজিটাল বাংলাদেশ খুলনা ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুমেল এক বিবৃতিতে সরকারের কাছে বিষয়টি জরুরী ভিত্তিতে সুবিবেচনায় আনার জন্য জোর দাবী জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয় যে, মংলাতে দ্বিতীয় সাব-মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইন্টারনেট ব্যবহারকারী ছাড়া উত্তরাঞ্চলের জেলাসমূহের ইন্টারনেট ব্যাবহারকারীরা রেল যোগাযোগের কারনে উপকৃত হবেন। তরুণ প্রজন্ম ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আউটসোর্সিং এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারবে।