শনিবার ● ২০ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » কৃষি ও প্রাণিসম্পদ প্রযুক্তি মেলা শুরু
কৃষি ও প্রাণিসম্পদ প্রযুক্তি মেলা শুরু
শুক্রবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ, কৃষি ও প্রাণিসম্পদ প্রযুক্তি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ ও প্রাণিসম্পদ অধিদফতর এবং বন বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘দেশী ফলে বেশি পুষ্টি, অর্থ খাদ্যে পাই তুষ্টি’ এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত ৩ দিনব্যাপী ফলদ বক্ষ, কৃষি ও প্রাণিসম্পদ প্রযুক্তি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলা নির্বাহী অফিসার আরজু আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা কৃষি অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শাহিনুর আলম, ভারপ্রাপ্ত ফরেস্ট কর্মকর্তা সামাজিক বনায়ন কর্মসূচি কাহারোল মো. শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ৩০টি স্টল অংশগ্রহণ করেছে।