বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » চাকরি খুঁজে দেবে স্মার্টফোন অ্যাপ
চাকরি খুঁজে দেবে স্মার্টফোন অ্যাপ
এবার চাকরি খুঁজে দেবে স্মার্টফোন অ্যাপ। সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কর্মসংস্থানের খবর ও এ সংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে সক্ষম বেশকিছু স্মার্টফোন অ্যাপ পাওয়া যাচ্ছে।
বিনামূল্যের চাকরির সন্ধানদাতা অ্যাপ ‘সিম্পলিহায়ার্ড’, ‘ইনডিড’ ও ‘মনস্টার’ আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করে। কিওয়ার্ড সার্চ করে ও ওয়েবনির্ভর অ্যাপস ‘টুইটজবসার্চ’ এবং ‘টুইটমাইজবস’ ব্যবহার করে টুইটার থেকে চাকরির বিভিন্ন সুযোগ খুঁজে বের করে অ্যাপগুলো।
আইফোনের নতুন অ্যাপ ‘দিল্যাডার্স’ ব্যবহারকারীর ক্যারিয়ার ও জীবনের লক্ষ্য অনুযায়ী চাকুরির সন্ধান দেয়। ব্যবহারকারীর অবস্থান, বর্তমান অবস্থা, পছন্দ, জ্যেষ্ঠতা, দক্ষতা, প্রতিষ্ঠান ও সম্মানির উপর ভিত্তি করে প্রায় ৫০টি সেরা চাকরির সন্ধান দেয় ল্যাডার্স।
গত সপ্তাহে নোকিয়া উইন্ডোজ ফোনের জন্য ‘জবলেইনস’ নামে নতুন একটি চাকরির অ্যাপ উন্মোচন করেছে। অগমেন্টেড রিয়ালিটি ব্যবহার করে ব্যবহারকারীর আশপাশের এলাকা থেকে কাজের সন্ধান দেবে এই অ্যাপটি।