বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনের উদ্যেগে সাভার ভবন ধসে ক্ষতিগ্রস্তদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা
গ্রামীণফোনের উদ্যেগে সাভার ভবন ধসে ক্ষতিগ্রস্তদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা
দেশের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন রানা প্লাজা দুর্গতদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। ভবনধসে ক্ষতিগ্রস্ত ৩০০ জন ব্যাক্তির জন্য ফ্লেক্সিলোড ব্যবসায় স্থাপন করে দিচ্ছে কোম্পানিটি।
এই প্রকল্পের আওতায়, গ্রামীণফোন ক্ষতিগ্রস্ত ৩০০ জনের প্রত্যেককে ফ্লেক্সিলোড সিম ও দুইটি মোবাইল হ্যান্ডসেট প্রদানসহ সুদৃশ্য কিয়স্ক স্থাপনের ব্যবস্থা করে দিবে যেন তারা সহজেই ফ্লেক্সিলোড ব্যবসা পরিচালনা করতে পারে। তাদের ব্যবসায়ের প্রবৃদ্ধির জন্য গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটারেরা বিশেষ প্রশিক্ষণ প্রদান করবে।
হোটেল সোনারগাঁও-এ অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে গ্রামীণফোন এর ঘোষণা দেয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব মিকাইল শিপার, গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ ক্ষতিগ্রস্তদের হাতে সিম ও হ্যান্ডসেট তুলে দেন। বিজিএমইএ এর সভাপতি মোঃ আতিকুল ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই সাহায্য তহবিলের অর্থ সংগ্রহ করা হয় গ্রামীণফোন কর্মীদের অনুদান এবং কোম্পানির সামাজিক দায়বদ্ধতার তহবিল থেকে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ বলেন, দুর্গতদের সাহায্যে গ্রামীণফোন এমন একটি
পরিকল্পনা নিয়ে আসে যা টেকসই এবং দীর্ঘকালীন সহায়তা প্রদানে সক্ষম। এই নতুন ফ্লেক্সিলোড ব্যবসায় স্থাপনের মাধ্যমে সামাজিক উন্নয়নে গ্রামীণফোনের প্রতিশ্র”তির প্রতিফলন ঘটেছে।
পূর্বে, রানা প্লাজা ধসের পরবর্তী সময়ে, গ্রামীণফোন দুর্গতদের পরিবারের সহযোগিতায় সেখানে বিনামূল্যে কল করার সুবিধা দিয়ে ছয়টি ফোন বুথ স্থাপন করে। এছাড়াও, গ্রামীণফোন একটি রক্তদান কর্মসূচী পরিচালনা করে যেখানে কোম্পানির কর্মীরা আহতদের জন্য রক্ত দান করেন।