বুধবার ● ১৭ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ম্যালওয়্যারে আক্রান্ত মোবাইল প্রযুক্তি
ম্যালওয়্যারে আক্রান্ত মোবাইল প্রযুক্তি
নতুন ম্যালওয়্যার ছড়াচ্ছে স্মার্ট ফোনগুলোতে। ‘বাম্প অ্যান্ড ইনফেক্ট’ নামের ম্যালওয়্যার মোবাইল লেনদেনে ব্যবহৃত এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির অপব্যবহার করছে। সম্প্রতি ছড়িয়ে পড়া ম্যালওয়্যারটি নতুন আক্রান্ত ডিভাইসে পূর্বের সম্পন্ন কাজের পুনরাবৃত্তি করতে থাকে। তাতে এটির নিয়ন্ত্রণকারী আক্রান্ত ব্যক্তির মোবাইলের সব তথ্য হাতিয়ে নেয়।
ম্যালওয়্যারগুলো ইন্টারনেট কিংবা ল্যানের মাধ্যমে ছড়ায় না। বরং স্মার্টফোন কিংবা ট্যাবলেট ব্যবহারকারী যন্ত্রটির এনএফসি প্রযুক্তি ব্যবহার করে। যখন অর্থ পরিশোধ করে কোনো কাজ করা হয়ে থাকে, তখনই সে তথ্য সংরক্ষণ করে ম্যালওয়্যারটি।
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি জানিয়েছে, “প্রচলিত পদ্ধতির পাশাপাশি নতুন ধরনের ম্যালওয়্যার ছড়িয়ে পড়ছে মোবাইল ডিভাইসে। ট্রেন কিংবা বাসে অথবা কোনো সিনেমা হলে বসে থাকা মোবাইল ব্যবহারকারীদের এনএফসি প্রযুক্তিযুক্ত হ্যান্ডসেটগুলোয় এটি সহজেই ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে হ্যাকাররা তাদের অপকর্মের হাতিয়ার হিসেবে অতি নিখুঁত ও জটিল অ্যাপ তৈরি করছে।”
প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বব্যাপী ব্যবহারকারীরা অধিক হারে মোবাইল ডিভাইসের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। স্মার্টফোন কিংবা ট্যাবলেটে রাখা হচ্ছে আর্থিক লেনদেন-সম্পর্কিত বিভিন্ন স্পর্শকাতর তথ্য। আর তাই হ্যাকারদের কাছে মোবাইল এখন অত্যন্ত আকর্ষণীয় লক্ষ বস্তুতে পরিণত হয়েছে।