বুধবার ● ১৭ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে অভিযোগ ডা. ইমরানের
কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে অভিযোগ ডা. ইমরানের
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার বলেছেন, আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বাধা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকল বাধা উপেক্ষা করে গণজাগরণ মঞ্চ ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।
বুধবার বেলা ১১টার দিকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গোলাম আযমের রায় নিয়ে দেশের জনগণ ও আমাদের নেতাকর্মীরা হতাশ হয়েছেন। এ হতাশা কাটিয়ে আমরা আবার রাজপথে আন্দোলনে নামবো। আজ আমরা মুজাহিদের সর্বোচ্চ শাস্তি আশা করছি।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করে আসছে গণজাগরণ মঞ্চ। গত সোমবার জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায়কে কেন্দ্র করে রোববার সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা। গোলাম আযমের রায় প্রত্যাখান ও ফাঁসির দাবিতে মঙ্গলবার হরতালও পালন করে তারা।
এরপর বুধবার সকালেও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় ঘোষণাকে কেন্দ্র করে ফাঁসির দাবিতে তারা আবারও শাহবাগে অবস্থান নেয়।