সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৬ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » কায়রোর রাস্তায় সংঘর্ষে ২২ জন আহত
প্রথম পাতা » নিউজ আপডেট » কায়রোর রাস্তায় সংঘর্ষে ২২ জন আহত
৬১০ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ জুলাই ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কায়রোর রাস্তায় সংঘর্ষে ২২ জন আহত

 mishor-16july.jpg

মিশরের রাজধানী কায়রোয় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ মুরসির সমর্থকদের সঙ্গে মুরসি বিরোধীদের ফের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অন্তত ২২ জন।

মঙ্গলবার ভোরে মুরসি সমর্থকরা নীল নদের সেতু অবরোধের চেষ্টাকালে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় মুরসি সমর্থকদের সঙ্গে পুলিশেরও সংঘর্ষ হয়।

সোমবার রাত ৯টার পর থেকে মুরসি সমর্থকদের সঙ্গে পুলিশের বিক্ষপ্ত সংঘর্ষ চলছিল।

এবারের সংঘর্ষ আগের মতো ব্যাপক ছিল না। ছোট ছোট এই সংঘর্ষের ঘটনাগুলো স্থানীয় পর্যায়েই সীমাবদ্ধ ছিল। কায়রোর অধিকাংশ এলাকাতে এসব সংঘর্ষের কোনো প্রভাব পড়েনি।

গত ৩ জুলাই মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। পরবর্তীতে এর জের ধরে সৃষ্ট ব্যাপক সংঘর্ষে ৯২ জন নিহত হয়।

এরপর এক সপ্তাহ মোটামুটি শান্ত থাকার পর আবার সংঘর্ষের ঘটনা ঘটলো। কায়রোর অন্যতম পর্যটন এলাকা মিশরীয় জাদুঘরের সামনেও সংঘর্ষ হয়েছে।

কাঁদুনে গ্যাস থেকে রক্ষা পেতে মুখ বেঁধে তরুণ-যুবকরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে মুরসির পক্ষে স্লোগান দিচ্ছিল, মাঝে মাঝে ‘আল্লাহু আকবর’ ও বলছিল তারা।

৩০ জুনের মুরসিবিরোধী যে সমাবেশের জের ধরে সেনাবাহিনী নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে তাতে অংশগ্রহণকারী অনেকেই চলতি পরিস্থিতিতে হতাশ।

সেনাবাহিনীর দাবি, জনগণের ইচ্ছার প্রতিফলনে মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে; এর বিপরীতে মুরসি সমর্থক মুসলিম ব্রাদারহুডের দাবি, পরিস্থিতির সুযোগে সেনা অভ্যুত্থান ঘটানো হয়েছে।

এ বিষয়ে ৩৪ বছর বয়সী কম্পিউটার প্রকৌশলী আলা আল দিন বলেন, “সেনাবাহিনী জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”

রাজনৈতিক সঙ্কটের কারণে মিশর ক্রমেই গভীরভাবে পরস্পরবিরোধী শিবিরে বিভক্ত হয়ে পড়ছে। তা সত্ত্বেও একটি বিষয়ে ইসলামপন্থী ও উদারপন্থী-বামপন্থী শিবির একই জায়গায় অবস্থান করছে, যুক্তরাষ্ট্রকে গভীরভাবে অবিশ্বাস করছে তারা।

প্রতি বছর মিশরকে দেড়শ’ কোটি ডলারের সহায়তা দেয় যুক্তরাষ্ট্র, যার প্রধান সুবিধাভোগী মিশরের সেনাবাহিনী।



দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০