সোমবার ● ১৫ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বাংলাদেশ আইটি রপ্তানীকারকদের জন্য নতুন প্রকল্প সহায়তায় নেদারল্যান্ডস সরকার
বাংলাদেশ আইটি রপ্তানীকারকদের জন্য নতুন প্রকল্প সহায়তায় নেদারল্যান্ডস সরকার
বাংলাদেশসহ ৪টি দেশের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের রপ্তানী বৃদ্ধিতে ৬ মিলিয়ন ইউরোর প্রকল্প সহায়তা দিতে যাচ্ছে নেদারল্যান্ডস সরকার। বাংলাদেশের তথ্য প্রযুক্তি রপ্তানীতে উল্লেখযোগ্য অবদান রাখা নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড এনটিএফ-২ প্রকল্পের ধারাবাহিকতায় এনটিএফ-৩ প্রকল্প হিসেবে এটি বাস্তবায়িত হবে।
ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি), জেনেভার উদ্যোগে এবং বেসিসসহ স্থানীয় বাণিজ্য সহায়তা কর্তৃপক্ষের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।
গত ১০ জুলাই ২০১৩ তারিখে জেনেভার বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনটিএফ-৩ পার্টনারশিপ চুক্তিতে স্বাক্ষর করেন আইটিসি’র নির্বাহী পরিচালক জেন-মেরি পাওয়াম ও সিবিআই নেদারল্যান্ডস-এর ব্যবস্থাপনা পরিচালক হ্যান্স ক্লুন্ডার। এসময় অন্যান্যের মধ্যে বেসিস সভাপতি ফাহিম মাশরুর, নেদারল্যান্ডস-এর বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহায়তা মন্ত্রণালয়ের মন্ত্রী মিস লিলিয়ান প্লোমেন এবং সিবিআই ও আইটিসি’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।