সোমবার ● ১৫ জুলাই ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের ট্রান্সফর্মার বুক সিরিজের পরিবর্তনযোগ্য নোটবুক
আসুসের ট্রান্সফর্মার বুক সিরিজের পরিবর্তনযোগ্য নোটবুক
বাংলাদেশে এলো বিশ্বখ্যাত আসুসের ট্রান্সফর্মার বুক টিএক্স৩০০ মডেলের পরিবর্তনযোগ্য নোটবুক। নোটবুকটির ১৩.৩-ইঞ্চির আইপিএস প্রযুক্তির হাইডেফিনিশন (এইচডি) ডিসপ্লেটিকে কীবোর্ড ডকিং থেকে আলাদা করে ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যায়, তাই একে পরিবর্তনযোগ্য নোটবুক বলা হয়। এটি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে চালিত বিশ্বের সবচেয়ে সরু পরিবর্তনযোগ্য নোটবুক। ১.৭ গিগাহার্জ গতির ৩য় প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসরে চালিত এই নোটবুকটিতে রয়েছে ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ১২৮ জিবি এসএসডি স্টোরেজ ডিভাইস, ডুয়াল ক্যামেরা। সংযোগ সুবিধা হিসেবে রয়েছে ৮০২.১১ বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, ২টি ইউএসবি ৩.০ পোর্ট, মাইক্রো এইচডিএমআই পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট। এছাড়া নোটবুকটিতে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ৪০০০ ভিজিএ, ৪টি বিল্ট-ইন স্পিকার, এসডি কার্ড রিডার, মাইক্রফোন, সনিক মাস্টার ফিচারে অডিও প্রভৃতি। মূল্য রাখা হয়েছে ১৩০,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৮২, ৯১৮৩২৯১।গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড এটি বাজারজাত করছে ।