সোমবার ● ১৫ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জাগো ফাউন্ডেশনে ‘ডেল কম্পিউটার ল্যাব’
জাগো ফাউন্ডেশনে ‘ডেল কম্পিউটার ল্যাব’
রাজধানীর রায়ের বাজারে অবস্থিত জাগো ফাউন্ডেশনে ডেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেছে ডেল বাংলাদেশ। রোববার বিকালে ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির এই ল্যাবের উদ্বোধন করেন। জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকসান্দ এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির বলেন, এই কাজের সাথে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এই রকম ভালো কাজের সাথে ডেল আরো বেশী করে থাকতে চাই।
জাগো ফাউন্ডেশন একটি অলাভজনক বাংলাদেশী প্রতিষ্ঠান। সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ করে দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ২০০৭ সালে একটি এককক্ষ বিশিষ্ট স্কুলে মাত্র ১৭জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু করা জাগো ফাউন্ডেশন এখন ৬টি স্কুলে সুবিধাবঞ্চিত ১২০০ জন শিশুকে বিনা খরচে ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, এই স্কুলের পাশাপাশি অন্যান্য কার্যক্রমও এই কমিউনিটির স্থিতিশীল উন্নয়নে সমর্থন-সহযোগিতা দিয়ে আসছে। জাগো ফাউন্ডেশনের লক্ষ্য হলো সবার জন্য সুশিক্ষা নিশ্চিত করে একটি শিক্ষিত বাংলাদেশ গড়া।
ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির বলেন, “বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা ৫০ভাগই অনুর্ধ ২০।
এই বিশাল অংশটাই আসলে আমাদের ভবিষ্যৎ আর আমরা তাই এখানেই বিনিয়োগ করছি অশিক্ষা ও দারিদ্রের বিরুদ্ধে। জাগো’র সঙ্গে ডেল বাংলাদেশ একযোগে কাজ করবে সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষিত ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলতে।”
তিনি আরও বলেন, জাগো ফাউন্ডেশনে স্থাপিত ডেল কম্পিউটার ল্যাব সুবিধাবঞ্চিত শিশু ও প্রযুক্তির মাঝখানে যে দূরত্ব রয়েছে, তা পূরণে যথাযথ ভুমিকা রাখবে। এই সুদূরপ্রসারী লক্ষ্য এবং ভবিষ্যতে এইসব অবহেলিত শিশুদের জন্য আরো অনেককিছু করবার পরিকল্পনা থেকেই ডেল বাংলাদেশ জাগো ফাউন্ডেশনে ল্যাপটপ, সার্ভার, নেটওয়ার্কিং সুবিধা ও আসবাবপত্রসহ একটি পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব স্থাপন করেছে।