রবিবার ● ১৪ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » পুলিশের গাড়িতে শিবিরের আগুন, আহত ৫
পুলিশের গাড়িতে শিবিরের আগুন, আহত ৫
রাজধানীর বিজয় নগর এলাকায় সিভিল পুলিশের একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে ইসলামী ছাত্রশিবিরকর্মীরা। এসময় পল্টন থানার অফিসার ইনচার্জ(তদন্ত)আলমগীর হোসেনসহ ৫জন আহত হয়েছে। এছাড়া ২০ থেকে ২২ টি গাড়িও ভাংচুর করেছে তারা।
রোববার দুপুর দু’টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার রায় দেয়ার ঘোষণার প্রতিবাদে দুপুর দু’টার দিকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় ৫০-৬০ জন শিবির কর্মী মিছিল বের করে।
এসময় পুলিশ বাঁধা দিলে শিবিরকর্মীরা রাকিবুল হাসান নামের এক সহকারী উপ-পরির্দশক ও এক পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর করে। রাকিব রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম কর্মকর্তা ও কনস্টেবলের নাম জানা যায়নি।
এসময় শিবির কর্মীরা রাকিবুলের ব্যবহৃত মটরসাইকেলসহ ২০-২২টি গাড়ি ভাংচুর করে।
এর কিছু সময় পরে তারা সিভিল পুলিশের মাইক্রোবাসে হামলা চালায় ও আগুন দেয়। এতে ওসি আলমগীর হোসেন, এসআই নাসির ও এক কনস্টেবল আহত হন।
খবর পেয়ে পুলিশ, র্যাব ঘটনাস্থলে পৌঁছে শিবির কর্মীদের আটক করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে। তবে কাউকে আটক করতে পারেনি।
এদিকে এ রায়ের প্রতিবাদে জামায়াত ইসলামী সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে।