রবিবার ● ১৪ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » পানির দাবিতে মধ্যরাতে রাস্তায় পুরান ঢাকাবাসী
পানির দাবিতে মধ্যরাতে রাস্তায় পুরান ঢাকাবাসী
প্রায় ১২দিন ধরে তীব্র পানির সংকটে ভুগে শনিবার রাত সাড়ে ১০টা থেকে কলসি, বালতি, হাঁড়ি-পাতিল নিয়ে পুরান ঢাকার নবাবপুর রোডে অবস্থান নেন পুরান ঢাকাবাসী। রাত দেড়টা পর্যন্ত কয়েকশ’ মানুষ রাস্তায় অবস্থান করেন।
রাত সোয়া ১২টার দিকে ওয়াসা কর্মকর্তার আশ্বাস এবং সাময়িক পানি পেয়ে তারা দেড়টার পর ঘরে ফেরেন।
জানা গেছে, শবেবরাতের দু’একদিন পর থেকেই সিদ্দিক বাজার, আলু বাজার, কাপ্তান বাজার, ঠাঁটারি বাজার, নবাবপুর, বংশাল, মালিটোলা ও বনগ্রাম এলাকায় চরম পানির সংকটে রয়েছে এলাকাবাসী। সংকটের শুরুতে সামান্য পানি পেলেও ক্রমে তা শূন্যে নেমে আসে। রোজার দিনে পানির এই সংকটে আরও অতিষ্ঠ হয়ে মধ্যরাতে রাস্তায় বিক্ষোভে নামতে বাধ্য হন তারা।
এসময় এলকাবাসী রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চালাতে থাকেন।
এলাকাবাসীর অভিযোগ, এর আগে ওয়াসার লাইন দিয়ে গত কয়েকমাস ধরে দুর্গন্ধযুক্ত পানি আসতো। কিন্তু কয়েকদিন তারা কোনো পানি পাচ্ছেন না। ওয়াসার গাড়ি এসে মাঝে মাঝে পানি দিয়ে গেলেও তাতে সমস্যা মেটে না।
তাছাড়া ওয়াসার গাড়ির গায়ে পানির দাম পাঁচশ’ টাকা লেখা থাকলেও তাদের কাছ থেকে ১৫-১৮শ’ পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওয়াসার সহকারী প্রকৌশলী।