শনিবার ● ১৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ওয়েব কনটেন্ট সেবা দিতে চালু হলো ‘আর্টিকেল লিখি’
ওয়েব কনটেন্ট সেবা দিতে চালু হলো ‘আর্টিকেল লিখি’
তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইট নির্ভর হয়ে পড়েছে। বিশ্বব্যাপি প্রতিদিন এক লাখের অধিক নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। নতুন কিংবা পুরাতন এসব ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, বাণিজ্যিক কিংবা ব্লগ সাইটের জন্য প্রয়োজন প্রচুর কনটেন্ট। ইংরেজি ভালোভাবে না জানা কিংবা সময়ের অভাবে অনেকেই তার গুরুত্বপূর্ণ ওয়েবসাইটটির জন্য কনটেন্ট লিখতে ও প্রকাশ করতে পারেন না। তাদের সুবিধার্তে কনটেন্ট লেখার ও প্রয়োজনে প্রকাশ করার সুবিধা দিতে চালু হয়েছে নতুন প্রতিষ্ঠান ‘আর্টিকেল লিখি’। প্রতিষ্ঠানটি কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে সার্চ ইঞ্জিন বান্ধব ইংরেজি ও বাংলা আর্টিকেল বা কনটেন্ট সরবরাহ করছে। যোগাযোগ: আর্টিকেল লিখি, স্যুট-এফ১, লেভেল-৪, কনসেপ্ট টাওয়ার, ৬৮-৬৯ গ্রিন রোড, ঢাকা-১২০৫। মোবাইল : ০১৭৫৩৬৮৬৮৮৪, ওয়েবসাইট: http://articlelikhi.com