শুক্রবার ● ১২ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » জলদস্যু-কোস্টগার্ড গোলাগুলি; ৩ জেলে উদ্ধার
জলদস্যু-কোস্টগার্ড গোলাগুলি; ৩ জেলে উদ্ধার
ভোলার মেঘনা নদীতে বৃহস্পতিবার ‘জলদস্যুদের’ সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে।
চর কালামের কাছে এ ঘটনার পর ঘটনাস্থল থেকে ৩৪ রাউন্ড গুলি ও একটি ট্রলারসহ অপহৃত ৩ জেলেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- আলমগীর হোসেন (২২), ফারুক হোসেন (২৩) ও নজরুল ইসলাম (২২)।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহফুজুল ইসলাম জানান, জলদস্যু কালাম বাহিনী গত সোমবার ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকা থেকে মাছ ধরার একটি ট্রলারসহ ওই ৩ জেলেকে অপহরণ করে।
তিনি বলেন- “নদীতে টহলরত কোস্টগার্ডের সদস্যরা বিষয়টি টের পেয়ে জলদস্যুদেরকে ধাওয়া করলে তারা গুলি ছুঁড়ে। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যুরা বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়।”
লেফটেন্যান্ট মাহফুজুল জানান, বাগানে অভিযান চালিয়ে ৩৪ রাউন্ড গুলি ও একটি ট্রলারসহ অপহৃত ৩ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড।