বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » আসুস ফোনপ্যাড ট্যাবলেট পিসি এখন বাংলাদেশে
আসুস ফোনপ্যাড ট্যাবলেট পিসি এখন বাংলাদেশে
বাংলাদেশে এলো বিশ্বখ্যাত আসুসের ফোনপ্যাড ট্যাবলেট পিসি। এতে রয়েছে ৩জি মোবাইল ডেটা বা ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ফোন কলের সুবিধা। জিএসএম সিম ব্যবহার করে ফোনের সবগুলো ফাংশন এতে উপভোগ করা যায়। এটি এন্ড্রয়েড ৪.১ জেলিবিন মোবাইল অপারেটিং সিস্টেম প্লাটফর্মের ১.২ গিগাহার্জ ইন্টেল এটম প্রসেসরে চালিত ট্যাবলেট পিসি। এতে রয়েছে ১৭৮-ডিগ্রী ভিউয়িং এ্যাঙ্গেলের এবং ১২৮০ বাই ৮০০পিক্সেল রেজ্যুলেশন আইপিএস প্যাণেলের মাল্টি-টাচ্ ডিসপ্লে।
ট্যাবলেট পিসিটিতে আরো রয়েছে ১জিবি র্যাম, ৮ জিবি ডেটা স্টোরেজ, ডুয়াল ওয়েবক্যাম, ৮০২.১১ বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৩.০, জিপিএস, মাইক্রো ইউএসবি ২.০ ইন্টারফেস প্রভৃতি। সর্বোচ্চ ৯ ঘন্টা পাওয়ার ব্যাকআপের লিথিয়াম-পলিমার ব্যাটারী সম্বলিত ট্যাবলেট পিসিটির মূল্য রাখা হয়েছে ২৪,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৯১৫৪৭৬৩৫৫, ৯১৮৩২৯১।
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে এটি বাজারজাত করছে ।