সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৬, ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » নির্যাতিত সাংবাদিকদের প্রতি সুদৃষ্টি থাকবে খালেদার
প্রথম পাতা » নিউজ আপডেট » নির্যাতিত সাংবাদিকদের প্রতি সুদৃষ্টি থাকবে খালেদার
৬০৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্যাতিত সাংবাদিকদের প্রতি সুদৃষ্টি থাকবে খালেদার

bkzctg27sep.JPG

বিএনপি সবসময় স্বাধীন মতামতে বিশ্বাস করে। ‘৯০ সালে ক্ষমতায় এসে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দিয়েছিল বিএনপি। কখনই সংবাদপত্রকর্মীদের ওপর নির্যাতন ও ‍নিপীড়ন করেনি। বিএনপি ফের ক্ষমতায় আসলে নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের প্রতি সুদৃষ্টি দেবে।

বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এ মন্তব্য করেছেন। মঙ্গলবার রাত পৌনে ৯ টায় তার রাজনৈতিক কার্যালয়ে সম্প্রচার বন্ধ থাকা দিগন্ত টিভির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন।

২০ জন সাংবাদিক ও কর্মকর্তার ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দিগন্ত টিভির নির্বাহী পরিচালক (ইডি) মাহাবুবুর আলম। দিগন্তের ডিপুটি নির্বাহী পরিচালক মুজিবুর রহমান মঞ্জুর ও বার্তা সম্পাদক মাহমুদ হাসান ও জুলফিকার হায়দারও প্রতিনিধি দলে ছিলেন।

খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ সরকার ভিন্নমত সহ্য করতে পারে না। তারা যখনই ক্ষমতায় আসে তখনই মতের বিরুদ্ধে গেলে সংবাদমাধ্যমের গলাটিপে ধরে। শুধু এখনই নয়, স্বাধীনতার পরবর্তী সময়ও মানুষের বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। চারটি সংবাদপত্র রেখে সব বন্ধ করে দিয়েছিল। এবার ক্ষমতাও এসে গণমাদ্যমের ওপর অত্যাচার-নির্যাতন অব্যাহত রেখেছে।”

উদাহরণ হিসেবে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, আমার দেশ পত্রিকা, চ্যানেল ওয়ানের কথা উল্লেখ করেন ‍সাবেক প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “যারাই সরকারের বিরুদ্ধে কথা বলতে চেয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, অত্যাচার, হয়রানি করা হয়েছে।”

দিগন্ত টিভির প্রতিনিধিদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কথা বলেন খালেদা জিয়া। সম্প্রচার বন্ধ করে দেয়া, বেতন বন্ধসহ দিগন্ত টিভির সার্বিক বিষয় প্রতিনিধি দল তুলে ধরেন। খালেদা জিয়া তাদের কথা মনোযোগ সহকারে শুনেন।



মেডিকেল প্রফেশনালদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু