বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিরামপুরে আইসটি প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
বিরামপুরে আইসটি প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষককে ১৫ দিনব্যাপী কম্পিউটার শিক্ষকদের আইসিটি দক্ষতা ও মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) দুপুর ২টায় বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার ও কোর্স কো-অর্ডিনেটর এস,এম,জিন্নাহ সভাপতিত্বে ১৫ দিনব্যাপী কম্পিউটার শিক্ষকদের আইসিটি দক্ষতা ও মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোখসানা বেগম, সহকারী প্রোগ্রামার নূরে আলম সিদ্দিকী, একাডেমিক শিক্ষা অফিসার রাশেদ আল মাহমুদ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রশিক্ষণার্থী মামুনুর রশীদ, ফেন্সি আরা বেগম প্রমূখ। প্রধান অতিথি মোছাঃ রোখসানা বেগম বলেন, কম্পিউটার শিক্ষকদের আইসিটি দক্ষতা ও মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান চালু, তথ্য ও প্রযুক্তির সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়াই ছিল এই প্রশিক্ষণের মুল লক্ষ্য ও উদ্দেশ্যে। আপনারা ১৫দিনের প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে যেঅভিজ্ঞাতা অর্জন করেছেন তা নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে তা বাস্তবায়ন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে। সেই সঙ্গে বিদ্যালয়ে ই-মেইল সংযোগ ও মাল্ডিমিডিয়া পদ্ধিতিতে পাঠদান চালু রাখার আহবান জানান।