বুধবার ● ১০ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » জাপানের ‘ওরিয়েন্টাল সিস্টেম’ এর প্রতিষ্ঠাতা তাকায়ুসি সুজুকি’র ভিজিটিং প্রফেসর হিসাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান
জাপানের ‘ওরিয়েন্টাল সিস্টেম’ এর প্রতিষ্ঠাতা তাকায়ুসি সুজুকি’র ভিজিটিং প্রফেসর হিসাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান
জাপানের ‘ওরিয়েন্টাল সিস্টেম’ এর প্রতিষ্ঠাতা ও স্বত্ত্বাধকারি তাকায়ুসি সুজুকি ভিজিটিং প্রফেসর হিসাবে সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ন্যাচারাল সাইন্স ডিপার্টমেন্টে যোগ দিয়েছেন। তিনি ১৯৬৮ সালে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব সাইন্স থেকে পদার্থ বিজ্ঞানে সম্মান ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৬৯ সালে জাপানের ‘অমরন তাতেইশি ইলেক্ট্রনিক্স কোম্পানি’তে কর্মজীবন শুরু করেন। ২ বছর কাজ করার পর ১৯৭১ সালে ডাঃ নারা’র জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ এসোসিয়েশন এ যোগদান করেন এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে ডাঃ নারা’র সাথে ভারতে রিফুজি ক্যাম্প পরিদর্শনে আসেন এবং রিফুজিদের খাবার ও আনুসঙ্গিক সহযোগিতার জন্য জাপানে ডাঃ নারাকে নিয়ে বাংলাদেশীদের সাহায্যার্থে তহবিল গঠন করেন। যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশে অসহায় মানুষের ঘর বাড়ি মেরামত ও নির্মাণের জন্য ১৯৭২ সালে ৬ মাসের জন্য বাংলাদেশে অবস্থান করেন। জাপান ফিরে যাওয়ার পর ১৯৭৬ সাল পর্যন্ত ডাঃ নারা’র সাথে কাজ করেন । তিনি পরবর্তীতে কন্ট্রোল ইক্যুয়িপমেন্ট কোম্পানীতে যোগদান করেন।
১৯৮১ সালে ‘ওরিয়েন্টাল সিস্টেম’ নামে নিজ কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং লেজার প্রিন্টারের জন্য ‘মিনল্টা’ নামের সফটওয়্যার তৈরী করেন। ১৯৮৫ সালে টয়োটা গ্র”পের আইশিন সেইকি এর জন্য ‘জিএইচপি’ এয়ার কন্ডিশনার সফটওয়্যার এবং ১৯৮৭‘ সিএনসি উড ওয়ার্কিং মেশিনে’র জন্য কন্ট্রোল সফটওয়্যার তৈরী করেন। ২০০০ সালে আইশিন সেইকি’র জন্য ফুয়েল সেল কন্ট্রোাল সফটওয়্যার এবং ২০০৬ সালে টয়োটা’র জন্য গ্যাস জেনারেটর কন্ট্রোল সফটওয়্যার তৈরী করেন।
২০১২ সালে স্বাধীনতা দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে রাস্ট্রীয় ভাবে আমন্ত্রণ জানানো হয় এবং ২৭ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” প্রদান করা হয়। বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ সমস্যা দূর করার লক্ষ্যে জাপানের প্রযুক্তি ব্যবহার করে জেনারেটর তৈরী করার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসাবে যোগ দিয়েছেন। আমাদের দেশের ময়লা আবর্জনা থেকে বায়ো গ্যাস উৎপাদন করে তা দিয়ে ইঞ্জিন চালানোর জন্য তিনি গবেষণার পাশাপশি শিক্ষার্থীদের সফটওয়্যার তৈরীর কৌশল শিখাবেন।