বুধবার ● ১০ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » অবশেষে অনশন ভাঙলেন খুবি শিক্ষার্থীরা
অবশেষে অনশন ভাঙলেন খুবি শিক্ষার্থীরা
আগামী ২৪ জুলাই পরীক্ষা নেওয়া হবে ভিসির এমন আশ্বাসে অনশন ভাঙলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অনশনরত শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাদের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। ভিসি পানি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাত ডিসিপ্লিন প্রধানও উপস্থিত ছিলেন।
খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এসএম আতিয়ার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অবশ্য বুধবার দুপুরেই খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের পরীক্ষা তিন সপ্তাহের মধ্যে গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শুয়ে পড়েন। এর ফলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানকে পরীক্ষার তারিখ ঘোষণার জন্য বুধবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন অনশনরত শিক্ষার্থীরা। দুপুর ১২টা ২৫ মিনিটে টার্ম ফাইনাল পরীক্ষার দাবিতে খুবির জীববিজ্ঞান স্কুলের অনশনরত শিক্ষার্থীরা ভিসির সঙ্গে দেখা করে এ সময় বেঁধে দেন।
এ সময়ের মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শুয়ে পড়বেন বলে ভিসিকে জানান।
গত রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে জীববিজ্ঞান স্কুলের ৭টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ অনশন শুরু করেন। ইতোমধ্যে অনশনের কারণে অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের অনেকেই হাসপাতালে রয়েছেন।
জানা গেছে, জীববিজ্ঞান স্কুলের ডিন নিয়োগকে কেন্দ্র করে স্কুলের ডিসিপ্লিন প্রধান ও শিক্ষকদের একাংশ শিক্ষা কার্যক্রমে সহযোগিতা না করায় ২৩ জুন টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে একদিকে উচ্চ আদালতের রুল এবং সর্বশেষ ডিন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের ফলে বিষয়টি এখন আদালত নির্ভরশীল হয়ে পড়েছে। এ অবস্থায় সেশনজটে পড়েছেন শিক্ষার্থীরা। অবশ্য বুধবার দুপুরেই খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের পরীক্ষা তিন সপ্তাহের মধ্যে গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
উল্লেখ্য, এর আগে পরীক্ষা নেওয়ার দাবিতে গত ২৪ জুন সোমবার এ স্কুলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা সামনের সড়ক অবরোধ, ২ জুলাই মঙ্গলবার একই দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন পালন করেন। সর্বশেষ ৩ জুলাই খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ৭ জুলাই দুপুর ১টার মধ্যে খুবি প্রশাসনকে টার্ম পরীক্ষার তারিখ ঘোষণার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা।
এ সময় তারা ঘোষণা দেন নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা না করা হলে তারা আমরণ অনশনের পথ বেছে নেবেন। যার ধারাবাহিকতায় শিক্ষার্থীরা রোববার দুপুর ২টা থেকে ক্যাম্পাসের প্রধান গেটে আমরণ অনশন শুরু করেন।