বুধবার ● ১০ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বিপিসিএল ও ডেফটা পার্টনার্স এর মধ্যে চুক্তি স্বাক্ষর
বিপিসিএল ও ডেফটা পার্টনার্স এর মধ্যে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড (বিপিসিএল) পূরাতন প্লাস্টিক বোতল ব্যবহার করে ফুড গ্রেড পেট প্লাস্টিক উত্পাদন করবে। এ উপলক্ষে সম্প্রতি বিপিসিএল ও ডেফটা পার্টনার্স এর মধ্যে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।
ডেফটা পার্টনার্স উন্নত প্রযুক্তির ব্যবহার করে একুশ শতকের জন্য সুন্দর ভবিষ্যত তৈরীর লক্ষে কাজ করবে ।
বাংলাদেশকে উদ্ভাবনী ইকো সমাধান খাতে সহায়তা করার জন্য এবারই প্রথম ডেফটা পার্টনার্স প্রযুক্তি খাতের বাইরে বিনিয়োগ করতে এগিয়ে এসেছে।
বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেডের ( বিপিসিএল ) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাদেম মাহমুদ ইউসুফ এবং ফাউন্ডার গ্রুপের চেয়ারম্যান ও ডেফটা পার্টনার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ হারা একটি উজ্জ্বল আগামীর দৃষ্টি দিয়ে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে খাদেম মাহমুদ ইউসুফ বলেন “এটি আমাদের দেশে উদ্ভাবনী ইকো সমাধানের ক্ষেত্রে একটা বড় সুযোগ। পেট্রোকেমিক্যাল শিল্প এবং ডেফটা পার্টনার্স এর সঙ্গে এই চুক্তি উদ্ভাবনী ইকো সমাধানে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করি।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপিসিএল চেয়ারম্যান খান এম আহসান এবং এনএফএম এর্নাজি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের প্রেসিডেন্ট তাবিত আউয়াল উপস্থিত ছিলেন ।