মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ভারতীয়দের জন্য আরেক মাইলফলক!!!!
ভারতীয়দের জন্য আরেক মাইলফলক!!!!
সোমবার দক্ষিণ আফ্রিকা সফর নিশ্চিত করেছে ভারত ক্রিকেট টিম। টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়া এই সফরের সমাপ্তি হবে জোহানেসবার্গে তৃতীয় ও শেষ টেস্ট দিয়ে। আগামী বছরের ২-৬ জানুয়ারি কেপ টাউনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। ২০১১ সালে এই ভেন্যুতেই সর্বশেষ টেস্ট শতক হাঁকিয়েছিলেন শচীন।ব্যাটিং রেকর্ডের প্রায় সবই ঝুলিতে পুরেছেন ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। আরেকটি মাইলফলক অর্জনের পথে ১৯৮ টেস্ট খেলা এই তারকা। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউনে গড়বেন ২০০তম টেস্ট খেলার দুর্লভ রেকর্ড।
টেস্টের শীর্ষ দলের বিপক্ষে তিন টেস্টের পাশাপাশি দুটি টি-টোয়েন্টি ও সাতটি ওয়ানডে খেলবে ভারত।