মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » টেলিকম ব্র্যান্ড আইকনের সাথে কাজ করবে ইউনিলিভার
টেলিকম ব্র্যান্ড আইকনের সাথে কাজ করবে ইউনিলিভার
দেশের বিশিষ্ট টেলিকম ব্র্যান্ড আইকন সম্প্রতি অন্যতম এফএমসিজি ইউনিলিভারের সঙ্গে সহযোগিতার বন্ধনে এসেছে যেখানে আইকন গ্রাহকদের মধ্যে ইউনিলিভারের পণ্য পিওরইট-এর সম্প্রসারণ ঘটবে। নতুন অংশীদারিত্বের মধ্য দিয়ে আইকন ব্যবহারকারীরা বেশকিছু সুবিধা উপভোগ করবেন।
পিওরইট বিশ্বের সর্বাধিক বিক্রীত ওয়াটার পিওরিফায়ার। ২০১০ সালে পিওরইট বাংলাদেশে এর গ্রাহকদের ফুটানো পানির মতোই নিরাপদ পানি প্রদানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
পিওরইট পানি ফুটানোর কোন ঝামেলা ছাড়াই গ্যাস ও বিদ্যুতের সর্বোত্তম সুবিধা নিশ্চিত করে।
ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়া নির্মূলে ইউএস এর এনভাইরনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) প্রণীত সর্বাধুনিক চার স্তরের বিশুদ্ধকরণ প্রক্রিয়া পিওরইট এ ব্যবহৃত হয়।
এই পার্টনারশিপের মাধ্যমে আইকন গ্রাহকগণ পিওরইট এর বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে।
বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ বলেন, ‘‘আমরা সবসময় আইকন গ্রাহকদের কথা বিবেচনা করে আমাদের পরিষেবা ও বিশেষ অফার বা সুযোগ-সুবিধাগুলোর পরিকল্পনা করে থাকি, যাতে তাঁরা জীবনের সামান্য জিনিসগুলোও উপভোগ করতে পারেন।
ইউনিলিভারের পিওরিটের সাথে আমাদের এই নতুন অংশীদারিত্ব আইকন গ্রাহকদের জন্য আরো একটি আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আমরা আশা করি।”
ইউনিলিভার বাংলাদেশ লিঃ এর কাস্টমার ডেভেলাপমেন্ট ডিরেক্টর মোহসিন আহমেদ বলেন, “সবচেয়ে সহজ উপায়ে গ্রাহকদের নিরাপদ পানি প্রদানের লক্ষ্যে ইউনিলিভার বাংলাদেশে পিওরইটের আবির্ভাব ঘটায়।
আশা করি আমাদের সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার মাধ্যমে আইকন গ্রাহকগণ সন্তুষ্ট হবেন। এই পার্টনারশিপের মাধ্যমে আইকন গ্রাহকগণ এবং তাদের পরিবার পানিবাহিত রোগ থেকে নিরাপদ থাকবে।
প্রসঙ্গত, আইকন শুধুমাত্র এর গ্রাহকদের মোবাইল সেবা প্রদানই নয় বরং তাদের জীবনযাপণেও এনে দেয় নতুন মাত্রা।
আইকন ব্র্যান্ড সব সময়ই বিশিষ্ট গ্রাহকদের লাইফ স্টাইল বা জীবনধারাকে অধিকতর স্বাচ্ছন্দ্যময় ও অন্যদের চেয়ে আলাদা করে তুলতে আকর্ষণীয় পণ্য সেবা ও বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে আসছে।
সে অনুযায়ী এ ব্র্যান্ড শুরু থেকেই বিভিন্ন শিল্পের খ্যাতনামা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নিত্যনতুন সেবা উপস্থাপন করে চলেছে, যাতে গ্রাহকেরা সর্বোত্তম লাইফস্টাইল বা জীবনযাপনে বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন।