মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » গোপালগঞ্জে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষঃ নিহত ৯ জন
গোপালগঞ্জে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষঃ নিহত ৯ জন
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজের কাছে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়। আহত হয় আরো ৪০ জন।আহতদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন ও মুকসুদপুর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনকে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন সাবাদিকদের জানান, সকালে গেড়াখোলা এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের (ঢাকা মেট্রো ব-০৪-৬০৭৬) একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-০০১৬) একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের আট যাত্রী ও মুকসুদপুর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শিশুর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন উভয় বাসের অন্তত ৪০ জন।
হতাহতদের উদ্ধার কাজে মুকসুদপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ অংশ নেয়।
এদিকে, এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে সব ধরনরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।