সোমবার ● ৮ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকারি অফিসে চালু করা হবে ডিজিটাল স্বাক্ষর
সরকারি অফিসে চালু করা হবে ডিজিটাল স্বাক্ষর
সরকারি অফিস আদালত দ্রুত অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। কিন্তু একই সঙ্গে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। এ কারণে সরকারি অফিসে শিগগিরই ডিজিটাল স্বাক্ষর চালু করা হবে বলে জানিয়েছেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান।
সোমবার রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে ‘ই-গভারনেন্স এবং ডিজিটাল স্বাক্ষর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এ কথা জানান সচিব।
সচিব জানান, সময়ে সঙ্গে প্রযুক্তিবান্ধব না হলে দেশের অগ্রগতি সম্ভব নয়। সময়, অর্থ এবং নিরাপদ যোগাযোগের জন্য ডিজিটাল স্বাক্ষর প্রয়োজন। ইতোমধ্যে সরকারি অফিসে ডিজিটাল স্বাক্ষর ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে। ফলে তথ্য প্রদানকারীর পরিচয় ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে নিশ্চিত করা হবে। এতে কাগজবিহীন যোগাযোগ নিরাপদ এবং নির্ভরযোগ্য হবে।
তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তার দিকে নজর দেয়া দরকার। অচিরেই সরকারি অফিসে ডিজিটাল স্বাক্ষর চালু করা হবে। আমাদের ২৫ হাজার ওয়েবসাইট তৈরি আছে যার কন্টেন্ট বাংলায়। তখন সরকারি এমন কোনো অফিসে থাকবে না যার ওয়েবসাইট নেই।’
তিনি আরো বলেন, ‘দেশের সরকারি অফিসে যোগাযোগ অনলাইনে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তথ্যসূত্র এবং নির্ভরতা নিশ্চিত করতে ডিজিটাল স্বাক্ষরের ব্যবহার প্রয়োজন। ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে তথ্য গ্রহণের সময় নিরাপত্তা নিশ্চিত হবে।’
আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজী মিজানুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।