সোমবার ● ৮ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ‘সিটি নির্বাচনের পরাজয় প্রধানমন্ত্রীর খামখেয়ালির ফল’
‘সিটি নির্বাচনের পরাজয় প্রধানমন্ত্রীর খামখেয়ালির ফল’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন,”পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ কিংবা ১৪ দলের প্রার্থীরা পরাজিত হননি। এই পরাজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খামখেয়ালির ফল।”
রোববার বিকেলে রাজশাহী সিটি প্রেস ক্লাব আয়োজিত ‘দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণের পথ অন্বেষণ’ মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী আরও বলেন, “শেখ হাসিনা যদি আগামীতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হন এবং তার সমস্ত চোরদের যদি নির্বাচনী কাজে ব্যবহার করেন তাহলে ১৪-দলীয় জোট ক্ষমতায় আসতে পারবে না। হলমার্ক ও শেয়ারবাজার কেলেঙ্কারি, পদ্মা সেতুর দুর্নীতি, শাহবাগ চত্বরে যুবক-যুবতীদের কোর্মা-পোলাও খাওয়া, শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে আলেম-ওলামাদের হত্যা করা- দেশের মানুষ পছন্দ করেন না। ফলে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছেন। আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে দেশের জনগণ।”
কাদের সিদ্দিকী বলেন, “পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ কিংবা ১৪ দলের প্রার্থীরা পরাজিত হননি। এই পরাজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খামখেয়ালির ফল।”
রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি মো. জুলফিকার আলমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ফাইসুল ইসলাম ফারুকী, সাবেক প্রো-ভিসি শাহাদত হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মুহাম্মদ আযাহার উদ্দিন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম।