রবিবার ● ৭ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশের বাজারে ইন্টেলের চতুর্থ প্রজন্মের প্রসেসর
বাংলাদেশের বাজারে ইন্টেলের চতুর্থ প্রজন্মের প্রসেসর
বাংলাদেশের বাজারে ইন্টেল চতুর্থ প্রজন্মের প্রসেসর উন্মোচিত করল। এ উপলক্ষে গত ৬ জুলাই শনিবার সন্ধ্যায় রাজধানীর রুপসী বাংলা হোটেলের মার্বেল রুমে ইন্টেলের চতুর্থ প্রজম্মের প্রসেসর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাজারে আসার ঘোষণা দেয় বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর।
এ সময় জিয়া মনজুর ইন্টেলের চতুর্থ প্রজম্মের প্রসেসর উন্মোচন নিয়ে কি নোট উপস্থাপন করেন। তিনি বলেন, আজকের এই ঘোষণার মধ্য দিয়ে নতুন টু-ইন-ওয়ান কমপিউটিং ডিভাইসগুলো নোটবুক পিসিগুলোর মধ্যে হয়ে উঠবে অনেক বেশি শক্তিশালি এবং ট্যাবলেটগুলোতে সংযোজিত হবে নতুন ও বিস্ময়কর বৈশিষ্ট্য। আর তাই এই বছরটি ব্যাবহারকারীদের পুরনো পিসি এবং ট্যাবলেট বদলে নতুন টু-ইন-ওয়ান ডিভাইস পছন্দ করে নেয়ার উপযুক্ত সময়।
ইন্টেল বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন উদ্ভাবিত চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর পরিবার, যা পারসোনাল কম্পিউটিংকে পূর্নভাবিত করে। চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ব্যবহারকারীদের নির্দিষ্ট চাহিদাগুলোকে মাথায় রেখে দিচ্ছে নতুন সব অভিজ্ঞতা, চমকপ্রদ দীর্ঘ ব্যাটারী লাইফ, যুগান্তকারী গ্রাফিক্স সুবিধা এবং টু-ইন-ওয়ান বৈশিষ্ট্য সমৃদ্ধ সব ডিভাইস, ট্যাবলেট, রোবাস্ট এনথুজিয়াস্ট ক্লাস কম্পিউটার এবং পোর্টেবল অল-ইন-ওয়ান সিস্টেম এবং সুরক্ষিত ও নিয়ন্ত্রণযোগ্য ইন্টেল vpro বিজনেস ডিভাইস।
নতুন ইন্টেল কোর প্রসেসর অবিশ্বাস্যভাবে সক্রিয়, নিরাপদ ও শক্তিশালি কর্মক্ষমতা যা ভোক্তাদের মোবাইল জীবনধারায় নতুনত্ব তৈরী এবং উপভোগ করতে সাহায্য করে। অভূতপূর্ব এই চিপ আল্ট্রাবুক-এর ভিত্তি হিসেবে কাজ করছে। আর ইন্টেল সেন্ট্রিনো এবং ৪র্থ প্রজন্ম কোর প্রসেসর একসাথে কম্পিউটার-এর কর্মক্ষমতা বিষ্ময়কর ভাবে বৃদ্ধি করে যুক্ত করেছে ট্যাবলেট মোবিলিটি, ইন্টেল টু-ইন-ওয়ান ডিভাইস প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণসব পরিবর্তন। পাওয়ার ডিজাইন এর ক্ষেত্রে ৬ ওয়াটের মতো কম শক্তিতে ইন্টেল তৈরী করছে পাতলা, হালকা, ঠান্ডা, নীরব এবং পাখা বিহীন ডিজাইন। নতুন ইন্টেল কোর প্রসেসর নিশ্চিত করছে অল ইন ওয়ান পিসি-র দীর্ঘতম ব্যাটারি লাইফ এবং সহজে বহনযোগ্যতা। সর্বোচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ৪র্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর পূর্বের প্রসেসর গুলোর থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেশি কার্যকরী ভূমিকা রাখছে।