রবিবার ● ৭ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘হ্যাপী ওয়াচ’ প্রকল্প নিয়ে ইমাজিন কাপ ২০১৩ তে বুয়েট১০১ দল
‘হ্যাপী ওয়াচ’ প্রকল্প নিয়ে ইমাজিন কাপ ২০১৩ তে বুয়েট১০১ দল
৭ জুলাই দিবাগত রাতে ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৩ এর বিজয়ী দল বুয়েট১০১ তাদের ‘হ্যাপী ওয়াচ’ প্রকল্প নিয়ে শিক্ষার্থীদের বিশ্বের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তির অলিম্পিকস ইমাজিন কাপ ২০১৩ এর আন্তর্জাতিক আসরে অংশ নিতে রাশিয়ার পথে রওনা হচ্ছে।
পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আপনজনের হার্ট রেট যেকোন মূহুর্তে সার্বক্ষণিক ভাবে নজরদারী করার উইন্ডোজ ফোন অ্যাপ তৈরি করে শিরোপা জয়ী হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বুয়েট১০১ দল। মাইক্রোসফট কারীগরী শিক্ষার্থীদের জন্য ১১বছর ধরে আয়োজন করে আসছে পৃথিবীর সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি অলিম্পিকস ইমাজিনকাপ।
বাংলাদেশেও ইমাজিন কাপ গত দুবছর অনুষ্ঠিত হয়েছে এবং এদেশের ছেলেমেয়েরা ওয়ার্ল্ড ফাইনাল যথাক্রমে নিউইয়র্ক এবং সিডনীতে অংশ নিয়েছে।প্রথমবারের মত অংশ নিয়ে ২০১১ তে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফাইনাল সে দেশের ছেলেরা দৃষ্টি-প্রতিবন্ধীদের জন্য উইন্ডোজ ফোনের অ্যাপ বানিয়ে ১৯০টি দেশের মধ্যে “পিউপল’স চয়েস” বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে চমকে দেয় পৃথিবীকে।
এবার আবারও রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে আমাদের দেশের ছেলে মেয়েদের সামনে বিশ্বজয়ের হাতছানি।মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব এসিআই লিমিটেড, অ্যাস্ট্রোটেক্স, আইবিএসএসবিডি পৃষ্ঠপোষোকদের ধন্যবাদ জানান দেশের প্রতিনিধিত্বকারী দলটির ইমাজিন কাপের মত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে অংশীদার হওয়ায়। বুয়েট১০১ তে আছেন তামজীদ ইসলাম, বাশিমা ইসলাম, এম. এম. হক, জাহিন মুস্তাকিন ও তাদের পরামর্শদাতা হাসান শহীদ ফেরদৌস।
দলটির পক্ষ থেকে হাসান দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা প্রার্থনা করেন। ইমাজিন কাপের আন্তর্জাতিক আয়োজনটির মূল অনুষ্ঠান চলবে জুলাই ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত।