রবিবার ● ৭ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শেষ হলো ন্যাশনাল এন্টারপ্রেনার সামিট
শেষ হলো ন্যাশনাল এন্টারপ্রেনার সামিট
সফল উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তা হওয়ার প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়, পুঁজি সংগ্রহ ও ব্যবস্থাপনা, নেটওয়ার্কিং, ব্যবসা পরিকল্পনা ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে সেমিনার, মতবিনিময়, ব্যতিক্রমী উদ্যোক্তাদের নতুন পণ্য বা সেবা প্রদর্শনী ইত্যাদি সব আয়োজন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা নিজ নিজ ব্যাবসায় কাজে লাগানোর প্রত্যয়ে সামাজিক উন্নয়ন সংস্থা টিম ইঞ্জিন লিমিটেডের আয়োজনে শেষ হলো ন্যাশনাল এন্টারপ্রেনার সামিট ।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রমি। সমাপনিতে সদ্য ব্যাবসায়িক অঙ্গনে পা রাখা প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ উদ্যোক্তারা মিলিত হলেন বাংলাদেশের পলিসি ম্যাকারদের সাথে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটয়ের সিইও ড. মজিবুর রহমান, অতিরিক্ত কর কমিশনার এম এম ফজলুল হক আরিফ, এক্সিম ব্যাংক বোর্ড অফ অডিটের চেয়ারম্যান নুরুল ফজল বুলবুল প্রমুখ।
বাংলাদেশের পলিসি ম্যাকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সকল মানুষদের কাছে তাদের অনেক জিজ্ঞাসা। উদ্যোক্তারা কথা বলেন তাদের সমস্যা, সম্ভাবনা, প্রয়োজন নিয়ে।
চট্টগ্রাম থেকে সন্মেলনে যোগ দিতে আসা উদ্যোক্তা ইকরামুল ইসলাম বলেন, অনেক অভিজ্ঞতা অর্জিত হল যা এবার কর্মক্ষেত্রে কাজে লাগাতে চাই। আশা করি আমার উদ্যোগের সাফল্য দিয়ে নতুন নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভুমিকা রাখতে পারবো।
খুলনার উদ্যোক্তা শামিম আহমেদ বলেন, সহজ শর্তে আর্থিক সহায়তার যে আশ্বাস পেয়েছি তা আমার ব্যাবসাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। এ সন্মেলন আমাকে আশার আলো দেখিয়েছে।
এভাবেই অনেক অনেক আশার আলো ও স্বপ্ন নিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছেন নতুন প্রজন্মের হাজারও উদ্যমী তরুন উদ্যোক্তা।
উক্ত অনুষ্ঠানে সন্মেলনের অংশ হিসেবে জাতীয় পর্যায়ে আয়োজিত “নতুন ব্যবসা পরিকল্পনা ও বাস্তবায়ন” এবং “ব্যবসায় উন্নয়ন” প্রতিযোগিতা ২টির বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
নতুন ব্যবসা পরিকল্পনা ও বাস্তবায়ন প্রতিযোগিতায় বিজয়ীরা হলেনঃ
১. গাজী মো. ঈব্রাহিম খলিল
২. নুর বাশার ইয়াহিয়া
ব্যবসায় উন্নয়ন প্রতিযোগিতায় বিজয়ীরা হলেনঃ
১. আরাহানটেক এর মো. নাওায়াট আশেকিন চিসটি অভি
২. নকশা এর মো. মনটু প্রামানিক
২দিনব্যাপি সন্মেলনে ১২টি সেমিনার, নতুন উদ্যেগতাদের ৩৫ টি উদ্ভাবনী পন্যের প্রদর্শনী নিয়ে হাট বাজার ও উদ্যেগতাদের ব্যবসায়িক ক্ষেত্রে যে সকল সমস্যার মুখোমুখি হন সেসব সমস্যার তাৎক্ষণিক বিশেষজ্ঞ সমাধান প্রদান করা হয় এন্টারপ্রেনার্স ক্লিনিক” নামে একটি বিশেষ আয়োজনে।
বাংলাদেশের ৭ বিভাগের ২২ টি জেলার ৮৭ টি ব্যাবসা প্রসিদ্ধ বাণিজ্যিক এলাকা এবং ৪৪ টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩২০০০ জন উদ্যোক্তা এবং উদ্যোক্তা হতে আগ্রহীদের তথ্য সংগ্রহ, চাহিদা নিরীক্ষন এবং সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন।