শনিবার ● ৬ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্রামীনফোনের বৃক্ষরোপণ কর্মসূচী
গ্রামীনফোনের বৃক্ষরোপণ কর্মসূচী
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী সংস্থা গ্রামীণফোন, আজ রাজধানীর হাতিরঝিল প্রকল্পে বৃক্ষ- রোপণ কর্মসূচীতে অংশ নেয়। সমাজের উন্নয়নের লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টার একটি অংশ হিসেবে গ্রামীণফোনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ১০০ জন কর্মী এই বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেয়।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ এবং ¯স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন (ওয়েস্ট)-এর ডিরেক্টর জেনারেল ও হাতিরঝিল প্রকল্পের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোঃ মাসুদ চারাগাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীটির উদ্বোধন করেন। এই সময় স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন (ওয়েস্ট)-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল কর্নেল মোঃ সাজ্জাদ হোসেন পিএসসি, ১৬ ইঞ্জিনিয়ার্স কন্সট্রাকশন ব্যাটেলিয়ন-এর কম্যান্ডার অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ নুর হোসেন পিএসসি এবং প্রোজেক্ট অফিসার ইন-চার্জ মেজর খিজির খান ছাড়াও গ্রামীণফোন ও বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসমূহ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অভিযানটি সকাল ১১:০০ থেকে ২:০০ পর্যন্ত চলে। এই কর্মসূচীর আওতায় হাতিরঝিলের নির্দিষ্ট কিছু স্থানে বিভিন্ন জাতের প্রায় ৪৫০০ চারাগাছ রোপণ করা হবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ বলেন, “আমরা বিশ্বাস করি, সম্মিলিতভাবে এগিয়ে চলা আমাদেরকে উন্নয়নের পথে ধাবিত করে। গ্রামীণফোন একটি দায়িত্বশীল কোম্পানি, আমরা সামাজিকভাবে প্রতিশ্র”তিবদ্ধ এবং পরিবেশগতভাবে সচেতন।” তিনি আরও বলেন, “সবুজ পৃথিবী গড়ে তোলবার উদ্যোগে আমরা বরাবরই সক্রিয় ভূমিকা পালন করছি।”
গ্রামীনফোন কার্বন নির্গমনের হার কমানোর জন্য পূর্বে বিভিন্ন ধরনের উদ্ভাবনী পন্থা অবলম্বন করে। এছাড়াও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানারকম পরিবেশ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণফোন।
-তানিম