শনিবার ● ৬ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিনোদন » হ্যারিপটার মুভির ডায়াগন অ্যালি এখন গুগল স্ট্রিট ভিউ তে!
হ্যারিপটার মুভির ডায়াগন অ্যালি এখন গুগল স্ট্রিট ভিউ তে!
আপনার হ্যারিপটার মুভির ডায়াগন অ্যালি’র কথা মনে আছে? যেখানে ছিল জাদুবিদ্যার জন্য প্রয়োজনীয় উপকরণের দোকানপাট? এখন এই ডায়াগন অ্যালি যোগ হয়েছে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ তে!
না, এটা মারাওডার এর কোন জাদুকরী মানচিত্র নয় যে আপনি প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গা দেখতে পাবেন। তবে গুগল আপনাকে ওয়ার্নার ব্রাদার্সের “স্টুডিও ট্যুর ইন লন্ডন” হ্যারিপটার মুভির ডায়াগন অ্যালি’র সেট এক্সপ্লোর করতে দিচ্ছে। স্ট্রিট ভিউ মুডে আপনি ৩৬০ ডিগ্রিতে চিত্র দেখতে সক্ষম হবেন, আপনি দেখবেন অলিভেন্ডারস ওয়ান্ড শপ, উইজলি’র উইজার্ড হুইজিস জোক শপ, এবং মি. মালপিপারের ঔষধের দোকান।
ডায়াগন অ্যালি সেট যে বিখ্যাত হ্যারিপটার মুভির জন্য তৈরি করা হয় তার লেখক জে. কে. রাউলিং। তিনি তার ৭ টি বেস্ট সেলিং বুক বাস্তবে রুপ দিতে তৈরি করেন মুভি যা পরবর্তীতে ৮ টি মুভির সিরিজে পরিনত হয়। ওয়ার্নার ব্রাদার্সের এই স্টুডিও ট্যুর বলেছে ডায়াগন অ্যালির এই সেট তৈরিতে সময় লেগেছে ৩ মাস এবং প্রায় ৬ মাস লেগেছে এর ভেতরে ২০,০০০ হাজারের মত প্রোডাক্ট দিয়ে বোঝাই করতে।
হ্যারিপটার ফ্যানদের জন্য এটি চমৎকার একটি খবর। আমি চিন্তা করছি, মুভিতে হ্যারি, রন এবং হার্মিওনি যে সকল অ্যাডভেঞ্চার করার কথা চিন্তা করেও করেনি হারিয়ে যাওয়ার ভয়ে, তাদের যদি গুগল ম্যাপ থাকত তাহলে তারা হারিয়ে যেত না।