বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » কোরিয়ার দ্যংসিও বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী’র গবেষণা প্রকল্পের জন্য ড্যাফোডিল ইউনিভার্সিটিতে
কোরিয়ার দ্যংসিও বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী’র গবেষণা প্রকল্পের জন্য ড্যাফোডিল ইউনিভার্সিটিতে
কোরিয়ার দ্যংসিও বিশ্বদ্যিালয়ের ৮ শিক্ষার্থী দ্যংসিও এশিয়ান ইনিশিয়েটিভ প্রোগ্রাম এর অধীনে অধ্যাপক চাও ম্যাং এর তত্ত্বাবধান ও নেতৃত্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “লাইফ এথিক্স” শীর্ষক গবেষণা প্রকল্পের জন্য গতকাল জুলাই ০৩, ২০১৩ আগমন করে। দ্যংসিও এশিয়ান ইনিশিয়েটিভ প্রোগ্রাম এর মাধ্যমে এই কোরিয়ান শিক্ষার্থীরা তাদের তত্ত্বাবধানকারি অধ্যাপকের সহযোগিতায় নতুন নতুন উদ্ভাবনী গবেষণা প্রকল্প সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ন স্বাধীনভাবে প্রবাস জীবন যাপনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ন বিষয় সমূহ বিশেষ করে আন্তঃ দেশীয় সংস্কৃতি কৃষ্টি, যোগাযোগ, আর্ট অফ ইফেক্টিভ লিভিং,ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, কনফিডেন্স বিল্ডিং এবং ক্যারিয়ার গঠনের পাশাপশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব স্থাপন করার সুযোগ লাভ করবে। শিক্ষার্থীরা এই কোর্সগুলোকে তাদের নিয়মিত কোর্সের সাথে অন্তর্ভুক্ত করারও সুযোগ পাবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, এমিরিটাস প্রফেসর এবং প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এস এম মাহাবুবুল হক মজুমদার শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে স্বাগত জানান এবং মত বিনিময় করেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অধিক পরিমানে বিদেশী শিক্ষার্থী ও গবেষকদের আকৃষ্ট করার লক্ষ্যে অতি সম্প্রতি দ্যংসিও বিশ্বদ্যিালয়ের গৃহীত দ্যংসিও এশিয়ান ইনিশিয়েটিভ প্রোগ্রামে যুক্ত হয়েছে এবং এরই অংশ হিসাবে ‘এশিয়ান সামার পোগ্রামে এ মাসের (জুলাই) ৮ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৩ জন শিক্ষার্থী কোরিয়ার দ্যংসিও বিশ্বদ্যিালয়ে তিন সপ্তাহের অনুরুপ একটি কোর্সে অংশগ্রহণ করবে।
-তানিম