বুধবার ● ৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সবচেয়ে দ্রুতগতির তারবিহীন ফোর-জি নেটওয়ার্ক
সবচেয়ে দ্রুতগতির তারবিহীন ফোর-জি নেটওয়ার্ক
দক্ষিণ কোরিয়ার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির তারবিহীন নেটওয়ার্ক চালু করেছে। এলটিই-এ অ্যাডভান্সড নামে চতুর্থ প্রজন্মের (ফোর-জি) এই নেটওয়ার্ক তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়াকের্র চেয়ে এই নেটওয়ার্ক ১০ গুণ বেশি দ্রুতগতিতে কাজ করতে পারে। এই নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোনের প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং তার গ্যালাঙি এস ফোর স্মার্টফোনের নতুন একটি সংস্করণ বের করেছে।
এই নেটওয়ার্ক প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবিট গতিতে ফাইল নামাতে (ডাউনলোড) পারে। এটি দিয়ে মাত্র ৪৩ সেকেন্ডে ৮০০ মেগাবাইটের চলচ্চিত্র নামানো যাবে। বর্তমানে বিদ্যমান নেটওয়ার্কে একটি চলচ্চিত্র নামাতে ৮০ সেকেন্ড সময় লাগে।
এসকে টেলিকম জানায়, প্রথমে রাজধানী সিউলসহ দেশের ৪৪টি শহরে এই নেটওয়ার্ক চালু হবে। পরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, এসকে টেলিকমের আরও পরিকল্পনা হচ্ছে চলতি বছরের বাকি ছয় মাসে দেশের সব হ্যান্ডসেটে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সংযোজন করা। এলজি ইলেকট্রনিকসও ২০১৪ সালের আগে এই নেটওয়ার্ক ব্যবহার করে স্মার্টফোন তৈরি করার পরিকল্পনা করছে।