বুধবার ● ৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » কার্বন তন্তুর স্মার্টফোন আনছে স্যামসাং
কার্বন তন্তুর স্মার্টফোন আনছে স্যামসাং
প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং প্লাস্টিক কিংবা ধাতুর বদলে কার্বন তন্তু দিয়ে স্মার্টফোন ও ট্যাবলেট নির্মাণ করতে যাচ্ছে । কোম্পানিটির মতে, কার্বন তন্তুর কাঠামোয় স্মার্টফোন অনেক বেশি হালকা-পাতলা ও মজবুত হবে।
স্যামসাংয়ের সভাপতি ও নির্বাহী উইসাং চুয়াং বলেন, কার্বন তন্তুর কাঠামোয় স্মার্টফোন তৈরিতে স্যামসাং পেট্রোকেমিক্যাল ও এসজিএল গ্রুপ যৌথভাবে কাজ করবে। কার্বন তন্তুনির্ভর পণ্য বানিয়ে মোবাইল ডিভাইস খাতে নতুন নেতৃত্বের সূচনা করতে পারবে কোম্পানিটি। নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করা ডিজিটাল দুনিয়ার ভোক্তাদের কাছে পণ্যগুলো অধিকতর জনপ্রিয়তা পাবে বলে বিশ্বাস স্যামসাংয়ের।
এর আগে স্যামসাং গ্যালাক্সি এস৪-এ প্লাস্টিকের কেসের জন্য সমালোচনা কুড়িয়েছে। কেননা অ্যাপল আইফোন৫ এবং এইচটিসি ওয়ানের নকশা তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হলেও স্যামসাংয়ে তা হয়নি। স্যামসাং অবশ্য দক্ষতার জন্য প্লাস্টিকের ব্যবহারকেই নিরাপদ মনে করে।
যৌথ এক বিবৃতি থেকে জানা গেছে, উভয় প্রতিষ্ঠান নতুন ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন তৈরির পরিকল্পনা করছে। নতুন পণ্যগুলোয় বিভিন্ন ধরনের কার্বন যৌগের সমন্বয় ঘটানো হবে। এসজিএল গ্রুপের সঙ্গে চুক্তি হলে স্যামসাং একচেটিয়াভাবে দীর্ঘমেয়াদি কার্বন যৌগ সরবরাহ নিশ্চিত করতে পারবে।
বিবৃতি থেকে আরো জানা যায়, ভোগ্য ইলেকট্রনিক, মেডিকেল ডিভাইস ও ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন তৈরিতে কার্বন যৌগ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। স্যামসাংয়ের প্রধান লক্ষ্য এশিয়ার বাজার, যেখানে কার্বন বাজার এখন ক্রমবর্ধমান।