বুধবার ● ৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাইরে প্রশিক্ষণ সেবা দিলো বিআইটিএম
দেশের বাইরে প্রশিক্ষণ সেবা দিলো বিআইটিএম
বেসিস ইন্সটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) প্রথমবারের মতো দেশের বাইরে প্রশিক্ষণ ওয়ার্কশপে সহায়তা দিল।
গত ২৯ ও ৩০ জুন ২০১৩ তারিখে ভূটান এর থিম্পুতে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ ওয়ার্কশপ পরিচালনা করলো বিআইটিএম-এর চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল।
ভূটান এর শ্রম ও মানব সম্পদ মন্ত্রণালয় এর আমন্ত্রণে বিআইটিএম প্রতিনিধিদলে ছিলেন বিআইটিএম-এর ডিরেক্টর-ইন-চার্জ শাহ ইমরাউল কায়ীশ, বিআইটিএম সমন্বয়কারি তালুকদার মোহাম্মাদ সাব্বির, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড বিজয়ী আল আমীন চৌধুরী এবং এনায়েত হুসাইন রাজিব।
ভূটান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিসিসিআই) এ অনুষ্ঠিত এ প্রশিক্ষণ ওয়ার্কশপে শতাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
এতে ভূটান এর শ্রম ও মানব সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাইক্রোওয়ার্ক তথা অনলাইন মার্কেট প্লেস-এর মাধ্যমে আউটসোর্সিং কাজ সম্পর্কে এবং এর বহুমুখি সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় ।
বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড বিজয়ীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন করেন যা থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অনুপ্রাণিত হয়।
এছাড়াও বিআইটিএম প্রতিনিধিদল ব্যাংক অফ ভূটান এর উর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন এবং আউটসোর্সিং এর পেমেন্ট সিস্টেম নিয়ে ভূটানের কেন্দ্রীয় ব্যাংকের সাথেও কথা বলেন ।