বুধবার ● ৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » চাঁদপুরে টায়ারে আগুন, আটক ৫
চাঁদপুরে টায়ারে আগুন, আটক ৫
ছাত্রশিবিরের ডাকা দেশব্যাপী বুধবারের (৩ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে শিবির কর্মীরা।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের মুক্তি ও নিখোঁজ নেতাদের সন্ধানের দাবিতে এ হরতালের ডাক দিয়েছে দলটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে ১৫/১৬ বয়সের পাঁচ/ছয়জন কিশোর প্লাস্টিকের বোতলে পেট্রোল এনে একটি টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তা নিভিয়ে ফেলে।
এদিকে, হরতালে জেলার অভ্যন্তরীণ রুটে ছোট ছোট যানবাহন চলাচল করছে। তবে দূর পাল্লার কোনো যানবাহন চলাচল করেনি।
অন্যদিকে, হরতালকে সামনে রেখে নাশকতার প্রস্তুতিকালে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত চাঁদপুর সদর থেকে জামায়াত-শিবিরের চার ও কচুয়া উপজেলা থেকে এক কর্মীকে আটক করেছে পুলিশ।