বুধবার ● ৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » শিবিরের ডাকা হরতালে ২০টি গাড়ি ভাঙচুর
শিবিরের ডাকা হরতালে ২০টি গাড়ি ভাঙচুর
শিবিরের ডাকা দেশব্যাপী বুধবারের (৩ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেছে হরতালকারীরা।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের মুক্তি ও নিখোঁজ নেতাদের সন্ধানের দাবিতে এ হরতালের ডাক দেয় দলটি।
এদিকে, গাড়ি ভাঙচুরের সময় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে পুলিশ এসময় ছয় রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
সকাল সোয়া ৬টা থেকে ৭টা পর্যন্ত এই ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার কোনাগাতি, বানিয়াগাতী, নলকা ও তালুকদার মোড় এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। এসময় পুলিশ সেখানে পৌঁছালে কৌশলে শিবির কর্মীরা মহাসড়েকর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বিভিন্ন যানবাহন ভাঙচুর শুরু করে।
ভাঙচুর করা যানগুলোর মধ্যে রয়েছে-বাস, পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান।
এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসময় ছয় রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সকাল পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।