সোমবার ● ১৪ নভেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » লাইসেন্স নবায়ন না হলেও নতুন নীতিমালা অনুযায়ী কর দিতে হবে মোবাইল ফোন অপারেটরদের
লাইসেন্স নবায়ন না হলেও নতুন নীতিমালা অনুযায়ী কর দিতে হবে মোবাইল ফোন অপারেটরদের
নাশরাত চৌধুরী: মোবাইল ফোন অপারেটরদের লাইসেন্স নবায়ন ও ফ্রিকোয়েন্সির জন্য নতুন করে লাইসেন্স নবায়ন করা না হলেও তাদের ১১ই নভেম্বর থেকে সকল কর দিতে হবে নতুন নীতিমালা অনুযায়ী। বিটিআরসিকে রেভিনিউ শেয়ারিং ছাড়াও সোশ্যাল অবলিগেশন কর এবং তিন মাস অন্তর স্পেকট্রামের জন্য ফি দিতে হবে নতুন নীতিমালা অনুযায়ী। হাতে নতুন লাইসেন্স না পাওয়া ও স্পেকট্রাম বরাদ্দ লাইসেন্স নবায়ন না হওয়ার পরও কেন নতুন নিয়মে কর দিতে হবে- তা নিয়ে মোবাইল অপারেটরগুলো রয়েছে দ্বিধাদ্বন্দ্বে। এ মাস থেকেই তাদের নতুন নিয়মে সব কর পরিশোধ করতে হবে বলে জানিয়েছে বিটিআরসি কর্তৃপক্ষ। বিটিআরসি বলেছে, চারটি অপারেটরের লাইসেন্স নবায়ন করা হয়নি এবং ফ্রিকোয়েন্সির নতুন করে লাইসেন্স দেয়া হয়নি এটা ঠিক। তারপরও তাদের নতুন নিয়ম অনুযায়ী সকল প্রকার কর দিতে হবে। এর কারণ ব্যাখ্যা করে একজন কর্মকর্তা বলেন, প্রথমত হচ্ছে ১০ই নভেম্বর লাইসেন্স নবায়ন করার কথা থাকলেও তা দেয়া সম্ভব হয়নি আদালতের নির্দেশনার কারণে। আদালত গ্রামীণফোন ও বাংলালিংকের মামলায় স্থিতাবস্থা দিয়েছে। লাইসেন্স নবায়নের জন্য নির্দেশনা দেবে বলেছে। এখন আমরা লাইসেন্স নবায়ন করে দেয়ার পর দেখা গেল কোর্ট অন্য কোন ধরনের নির্দেশনা দিলো, সেখান থেকে বিভিন্ন অবজারভেশন আসতে পারে। তখন দেখা গেল আমরা যেভাবে দিয়েছি ওইভাবে নাও হতে পারে। ওই সময়ে আবার সব কিছুই পরিবর্তন করতে হতে পারে। আবার দেখা যেতে পারে, আমরা যে নিয়মে দিয়েছি তা ঠিক আছে। দুই ধরনের সম্ভাবনাই রয়েছে। এ অবস্থায় আমরা একই কাজ দু’বার করতে চাইছি না। এ কারণে লাইসেন্স নবায়ন করা হয়নি। বিটিআরসির দাবি, ১০ই নভেম্বর নতুন করে কোন অপারেটর লাইসেন্স না দেয়া হলেও তাদেরকে সার্ভিস চালিয়ে রাখার জন্য চিঠি দেয়া হয়েছে। এখন কোন কোম্পানির লাইসেন্সের মেয়াদ না থাকলেও বিটিআরসির ওই চিঠির বলেই তারা তা চালু রাখতে পারবে। যতদিন কোর্টে সিদ্ধান্ত না হচ্ছে। কোর্টে সিদ্ধান্ত হওয়ার পরই আমরা বিষয়টি নিয়ে বসে আলোচনা করে ওইভাবে কাজ করবো। সূত্র জানায়, মোবাইল কোম্পানিগুলো দাবি করতে পারে তারা নতুন লাইসেন্স পায়নি। এ কারণে তারা আগের নিয়মেই সব কর পরিশোধ করবে। কিন্তু এটা হবে না। আমরা ১০ই নভেম্বর যখন তাদের সার্ভিস চালু রাখার চিঠি দিয়েছি তারা ওই চিঠির বলেই সার্ভিস চালু রেখেছে। এই সার্ভিস চালু রাখার মধ্য দিয়েই তারা ওই দিন থেকে নতুন নীতিমালার আওতায় চলে এসেছে। এ কারণে এখন সব কিছুই হবে নতুন নীতিমালার আলোকে। এক্ষেত্রে বিটিআরসি’র যুক্তি হচ্ছে, নতুন করে প্রণয়নকৃত নীতিমালা ‘সেলুলার মোবাইল ফোন অপারেটর লাইসেন্স রেগুলেশন অ্যান্ড গাইড লাইন’ ১১ই নভেম্বর থেকে চালু হয়েছে।