মঙ্গলবার ● ২ জুলাই ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » কৃষি কাজ করবে রোবট
কৃষি কাজ করবে রোবট
এবার কৃষি কাজ করতে যাচ্ছে রোবট। পানি,সার কিংবা পাকা ফল তুলতে এ রোবটির জুড়ি মেলা ভার।
অস্ট্রেলিয়ায় এমন এক রোবট আবিষ্কৃত হয়েছে। রোবট দুটির নাম ‘মানতিস ও স্রিম্প’। অস্ট্রেলিয়ার কৃষিখাতে এখন পরীক্ষামূলক কাজ করছে এ রোবট। এ বছরের শেষের দিকে আরও উন্নত প্রযুক্তি নিয়ে রোবটি আসবে।
অস্ট্রেলিয়া কমনওয়েলথ ব্যাংক পণ্য গবেষক লুক ম্যাথুজ বলেন “নতুন প্রযুক্তি গ্রহণ আন্তর্জাতিক কৃষিখাতে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতাকে আরও গতিশীল করবে।”
অস্ট্রেলিয়ায় এ রোবট ব্যবহার কৃষিক্ষেত্রে খরচ অনেক কমিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।