রবিবার ● ১৩ নভেম্বর ২০১১
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিশ্বযুদ্ধের শহীদদের স্মরণে ওয়েবসাইট
বিশ্বযুদ্ধের শহীদদের স্মরণে ওয়েবসাইট
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অখণ্ড ভারতের লাখো যোদ্ধার অবদানকে স্মরণীয় করে রাখতে ‘ফরএভার ইন্ডিয়া’ নামের ওয়েবসাইট চালু করেছে কমনওয়েলথ ওয়ার গ্রেভ কমিশন। ভারতসহ ছয়টি দেশের অর্থে পরিচালিত এক প্রকল্পের আওতায় ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে কমনওয়েলথ ওয়ার গ্রেভ কমিশনের মহাপরিচালক পাতিমান জোনস জানান, সাইটটিতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বেশ কিছু অসাধারণ ঘটনার পাশাপাশি এমন কিছু লোককে স্মরণ করা হয়েছে, যা অনেকেরই অজানা। তরুণ প্রজন্মকে কমনওয়েলথের ইতিহাস জানতে ওয়েবসাইটটি সহায়তা করবে।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বযুদ্ধে ভারতবর্ষের ১১ লাখ ৫ হাজার যোদ্ধা অংশগ্রহণ করেন।
আর বিশ্বযুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছেন এক লাখ ৬১ হাজার ২১৯ জন যোদ্ধা। তবে সমাধি চিহ্নিত করা সম্ভব হয়েছে মাত্র ২৬ হাজার ২৭২ জন যোদ্ধার।
প্রথম বিশ্বযুদ্ধ শেষে প্রায় ১৩ হাজার যোদ্ধা অর্জন করেন সম্মানসূচক পদক। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পদক অর্জন করেন চার হাজার যোদ্ধা। ওয়েবসাইটের ঠিকানা :www.cwgc.org/foreverindia
- মোহম্মদ শরীফ