সোমবার ● ১ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাতের ঝাঁকিতে চার্জ হবে ফোন
হাতের ঝাঁকিতে চার্জ হবে ফোন
হাতের ঝাঁকিতে ফোন চার্জ করার মতো প্রযুক্তিপণ্য নিয়ে এসেছে ইন্ডিগোগো। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের এ নতুন প্রযুক্তিপণ্যটির নাম দিয়েছে ভোল্টমেকার।
ভোল্টমেকার মূলত এমন একটি যন্ত্র, যার মাধ্যমে স্মার্টফোন চার্জ করা সম্ভব। এর মাধ্যমে ফোনের ব্যাটারি কমে গেলে ফোনটি চার্জ করা যাবে। ভোল্টমেকারের ভেতরে একটি রড রয়েছে, যার মাধ্যমে ঝাঁকুনির মাধ্যমে পাওয়া শক্তি ফোনে স্থানান্তর করা যাবে।
যন্ত্রটি সংযুক্ত করার পর কব্জির ঝাঁকুনিতেই চার্জ করা যাবে ফোন। বেশ কয়েক মিনিট ঝাঁকালেই একটি ফোন কল করা বা এলইডি টর্চ জ্বালানোর মতো চার্জ হয়ে যাবে।
তবে এভাবে ব্যাটারি ফুল চার্জ করতে দুই থেকে তিন ঘণ্টা লাগবে। তাই ভোল্টমেকারের সাহায্যে শুধু জরুরি পরিস্থিতিতেই ফোন চার্জ করার পরামর্শ দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ফোন ছাড়াও ভোল্টমেকারের সাহায্যে অন্যান্য ইলেকট্রনিক জিনিসও চালানো যাবে বলে জানিয়েছে ইন্ডিগোগো।