শনিবার ● ২৯ জুন ২০১৩
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » ল্যাপটপকে রাউটার বানিয়ে ওয়াইফাই জোন তৈরি করবেন যেভাবে
ল্যাপটপকে রাউটার বানিয়ে ওয়াইফাই জোন তৈরি করবেন যেভাবে
ল্যাপটপে থাকা ইন্টারনেট সংযোগ থেকেই তৈরি করতে পারেন তারহীন দ্রতগতির ওয়াইফাই জোন। এর ফলে দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা দিতে পারেন পাশে থাকা বন্ধুদের। এটি কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা ট্যাবলেটেও ব্যবহার করতে পারেন। এই ওয়াইফাই-সুবিধা তৈরি করতে চাইলে http://biblprog.org.ua/en/connectify ঠিকানা থেকে Connectify_Hotspot নামের সফটওয়্যারটি নামিয়ে নিন। ইনস্টল করে নিন নিজের ল্যাপটপে। তারপর ল্যাপটপটির আশপাশে অন্য একটি ল্যাপটপ অথবা স্মার্টফোন দিয়ে ব্যবহার করুন তারবিহীন ওয়াইফাই ইন্টারনেটসেবা। এ ক্ষেত্রে যে ল্যাপটপে ব্রডব্যান্ড সংযোগ আছে, সেটি একটি রাউটার হিসেবে কাজ করবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর অন্য ল্যাপটপ ও মোবাইলে ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য একটি গোপন নম্বর (পাসওয়ার্ড) চাইবে, যা অ্যাডমিন হিসেবে আপনাকে বসাতে হবে ও কানেক্ট বোতামে ক্লিক করতে হবে।
এ ক্ষেত্রে পছন্দসই একটি গোপন নম্বর দিন। এ গোপন নম্বরটি মনে রাখুন। এ ওয়াইফাই সংযোগ থেকে ইন্টারনেট সংযোগ পেতে চাইলে অবশ্যই এ গোপন নম্বরটি লাগবে। এবার উপভোগ করুন ওয়াইফাই ইন্টারনেট সেবা।
-টিপস দাদু