শুক্রবার ● ২৮ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গুগলের ‘ম্যাপ আপ ঢাকা’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গুগলের ‘ম্যাপ আপ ঢাকা’
গত ২৭ জুন রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল গুগল ম্যাপসের ‘ম্যাপ আপ ঢাকা’ শিরোনামের প্রশিক্ষণ কর্মশালা। ম্যাপিং বাংলাদেশ কমিউনিটি, গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) এবং গুগল বিজনেস গ্রুপ (জিবিজি) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালাটি উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাক ইলাহি চৌধুরী। গুগল ম্যাপসে ঢাকার বিভিন্ন স্থানের তথ্য তুলে ধরার প্রশিক্ষণ দিতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ঢাকার বিভিন্ন স্থাপনা যেমন স্কুল, কলেজ, ব্যাংক, এটিএম বুথের তথ্য গুগল ম্যাপে যোগ করার কৌশল শেখানো হয়।
কর্মশালায় ম্যাপিংয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির রিজিওনাল এক্সপার্ট রিভিউয়ার (আরইআর) অভিজিত রায় কাব্য। এ সময় গুগল বাংলাদেশের কান্ট্রি কনসালট্যান্ট কাজী মুনিরুল কবির উপস্থিত ছিলেন। বিস্তারিত জানা যাবে https://sites.google.com/site/mapupbracu/home থেকে।